বাংলাদেশ ইস্যুতে সংবাদ প্রকাশে ভারতীয় সংবাদমাধ্যমকে দায়িত্বশীল হওয়ার আহ্বান ডিআরইউ’র
- আপডেট সময় : ৫১১ বার পড়া হয়েছে
৫ আগস্ট পরবর্তী বাংলাদেশ ইস্যুতে ভারতীয় মিডিয়া সর্বৈব মিথ্যা সংবাদ প্রচার করে যাচ্ছে। যা ফ্যাক্টচেকিং ও রিউমার স্ক্যানিংয়ে প্রমাণিত হয়েছে। এসব অপতথ্য ও উস্কানিমূলক প্রচারে দেশের ইমেজ ক্ষুন্ন করছে এবং বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে। এ বিষয়ে গভীর উদ্বেগ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
রোববার এক বিবৃতিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, ৫ আগস্ট ২০২৪ এ ছাত্র-জনতার গণঅভূত্থান এবং পরিবর্তীত পরিস্থিতি নিয়ে ভারতীয় কিছু সংবাদমাধ্যম অসত্য ও উস্কানিমূলক প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এতে বাংলাদেশের আবহমান সাম্প্রদায়িক সম্প্রীতি ঝুঁকিতে ফেলার শঙ্কা তৈরি হয়েছে।
ভারতে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশী সনাতনী দম্পত্তির পাসপোর্ট আটকে জিম্মি করে তাদেরকে বাংলাদেশে নির্যাতন করা হয়েছে বলে জোরপূর্বক বক্তব্য নিয়ে ভারতীয় মিডিয়া প্রচার করেছে। যা আদৌ সত্য নয়।






















