বৃষ্টি আরও দুই দিন থাকতে পারে
- আপডেট সময় : ১১:১৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪ ১০০ বার পড়া হয়েছে
গত বুধবার থেকেই আকাশে সূর্য্যরে দেখা মিলছে। মূলত পরশু রাত থেকেই ঝুম বৃষ্টি। সকালে কর্মজীর্বী মানুষকে চরম দুর্ভোগে পড়তে হয়। ঢাকায় রিকশা চালকরা স্বাভাবিক চেয়ে দ্বিগুন ভাড়া চলাচল করতে দেখা গেছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে সারা দেশে বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কয়েক দিনের টানা গরমের পর এই বৃষ্টি আরও এক থেকে দুই দিন স্থায়ী হবে। এর মধ্যে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের কারণে সতর্কতা দিয়েছে অধিদপ্তর। সেই সঙ্গে সমুদ্রবন্দর এলাকায় দেখানো হয়েছে ৩ নম্বর বিপদ সংকেত।
আবহাওয়া অধিদপ্তরের বার্তা, দেশে মৌসুমি বায়ু এখন সক্রিয়। এ ছাড়া বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়েছে, যার ফলে সারা দেশেই কম-বেশি বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টি আগামীকাল শুক্রবার থেকে কমে আসবে বৃষ্টি। তবে কোথাও কোথাও ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
বুধবারের আবহাওয়া বার্তায় বলা হয়েছিলো, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।
দেশে দিনের তাপমাত্রা (২ থেকে ৫) ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা (১ থেকে ২) ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।