সংবাদ শিরোনাম ::
সাকিব-ফেরদৌস হত্যা মামলার আসামি
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:০০:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪ ৫৭ বার পড়া হয়েছে
হত্যা আসামী ক্রিকেটার সাবিক আল হাসান ও নায়ক ফেরদৌস আহমেদ। দুজনেই পতিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য। ঢাকার আদাবর থানায় একটি হত্যা মামলায় তাদের আসামী করা হয়েছে।
পোশাককর্মী মো. রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার নিহত রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন।
কোটা সংস্কার আন্দোলন ও পরে সরকার পতনের দাবিতে সংঘর্ষ চলাকালে ৫ আগস্ট পোশাক কারখানার কর্মী রুবেল গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পুলিশ সূত্র জানায়, মামলায় মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে ২৮ নম্বর আসামি করা হয়েছে। আর ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদকে ৫৫ নম্বর আসামি করা হয়েছে।