কি ধরনের মিসাইল ইরানের বুঝতে পারছেনা ইসরাইল

- আপডেট সময় : ৫০৪ বার পড়া হয়েছে
দখলদার ইসরায়েলের বিভিন্ন শহর ও অঞ্চল লক্ষ্য করে গতকাল বৃহস্পতিবার সকালে শক্তিশালী হামলা চালিয়েছে ইরান। বার্তাসংস্থা এপি জানিয়েছে, মিসাইল হামলায় অন্তত ২৩০ জন আহত হয়েছেন। যারমধ্যে চারজনের অবস্থা গুরুতর। আজকের (গতকাল) হামলায় ইরান কোন মিসাইল ব্যবহার করেছে সেটি এখনো নিরূপণ করতে পারেনি দখলদাররা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সন্দেহ করছে ইরানের আজকের ছোড়া মিসাইলের মধ্যে অন্তত একটি মিসাইলে একাধিক বিস্ফোরক ছিল। অথবা ক্লাস্টার বোমা জাতীয় কিছু ছিল।
ইরান অনেক আগেই দাবি করেছিল তাদের কাছে মাল্টিপল ইন্ডিপেনডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি ভিহাইকেল (এমআইআরভি) ব্যালিস্টিক মিসাইল আছে। সঙ্গে আছে উপবিস্ফোরকধারী মিসাইল। যারমাধ্যমে একটি মিসাইলই একসঙ্গে একাধিক জায়গায় আঘাত হানতে পারে। ইরানের নতুন হামলার পর একাধিক ছোট বিস্ফোরক অস্ত্র শনাক্ত করা হয়েছে। যার অর্থ ইরান এমন কোনো মিসাইল ব্যবহার করেছে যেগুলোতে একাধিক বিস্ফোরক ছিল।