পাল্টা হামলায় লন্ডভন্ড ইসরাইল

- আপডেট সময় : ৬১ বার পড়া হয়েছে
ইসরাইলে ইরানের হামলা অব্যাহত থাকবে বলে দাবি করেছেন দেশটির সামরিক বাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তার বরাতে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফারস জানিয়েছে, গত রাতের সীমিত পদক্ষেপের মধ্যেই এই সংঘাত শেষ হবে না। আগ্রাসনকারীদের জন্য এই হামলা হবে যন্ত্রণাদায়ক ও অনুশোচনামূলক। খবর আল-জাজিরা ও বিবিসির।
ওই কর্মকর্তা জানিয়েছেন, ইরান আগামীতে এই অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোতেও পাল্টা হামলা চালাবে। গত শুক্রবার ভোরে ইসরাইল তাদের দীর্ঘদিনের প্রতিপক্ষ ইরানের বিরুদ্ধে সবচেয়ে বড় বিমান হামলা চালায়। একের পর এক বিমান হামলায় প্রথমে ইরানের সামরিক নেতৃত্ব ও গোয়েন্দা কাঠামোতে আঘাত করে। এরপর ধারাবাহিক হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং শেষে দেশটির বৃহত্তম ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নাতানজে হামলা চালানো হয়। হামলায় ইরানের শীর্ষ তিন সামরিক কর্মকর্তা ও ৬জন পরমাণু বিজ্ঞানীসহ অন্তত ৭৮ জন নিহত ও ৩২৯ জন আহত হয়েছেন।
এরপর পাল্টা হামরা চালায় ইরান। এতে, এখন পর্যন্ত ৩ জন নিহতের খবর পাওয়া গেছে।
এদিকে ইসরাইলি সামরিক বাহিনী বলছে, তারা এখনও ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোকে নিশানা করে হামলা চালাচ্ছে। এমনকি তারা ইরানের ভূমি থেকে ভূমিতে ও ভূমি থেকে আকাশে হামলার ক্ষেপণাস্ত্র স্থাপনাকেও লক্ষ্যবস্তু বানিয়েছে।
এদিকে, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তাদের বিমান বাহিনী ইরানে লক্ষ্যবস্তুতে আবারও হামলা চালাতে সম্পূর্ণ প্রস্তুত। এর কিছু আগে সংস্থাটির চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির এবং ইসরাইলি বিমান বাহিনীর প্রধান মেজর জেনারেল তোমার বার একটি যৌথ বিবৃতিতে বলেন, সর্বাত্মকভাবে ইরানের পথে এগিয়ে যাওয়ার ভিত্তি তৈরি হয়ে গেছে। তারা আরও জানান, বিমান বাহিনীর যুদ্ধবিমানগুলো পরিকল্পনা অনুযায়ী তেহরানে নির্ধারিত লক্ষ্যবস্তুতে হামলা শুরু করবে।