বাংলাদেশি আমেরিকান সোসাইটি’র নতুন কমিটি গঠন

- আপডেট সময় : ০৪:৫১:৪১ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫ ৯৫ বার পড়া হয়েছে
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকান সোসাইটির নতুন কার্যনির্বাহি কমিটি গঠন করা হয়েছে। ‘চলো যাই মূলধারায়’ এই স্লোগান নিয়ে সামাজিক কাজে যাত্রা শুরু করা কমিউনিটির একমাত্র সংগঠন হিসেবে মূলধারার সাথে সমন্বয় রেখে কাজ করে প্রশংসিত হয়েছে ‘বাংলাদেশি আমেরিকান সোসাইটি’। নিউইয়র্কে গত ৭ মে বুধবার সন্ধ্যায় পার্সন বুলোবার্ডের একটি রেস্টুরেন্টে নির্বাহি কমিটির সদস্যদের বৈঠকে সরাসরি সমর্থনে আগামী ৪ বছরের জন্য নতুন কার্যনির্বাহি কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশি আমেরিকান সোসাইটির কার্যনির্বাহি বৈঠকে বিভিন্ন কাজের প্রশংসা শেষে সংগঠনের নির্বাহি কমিটির সদস্যরে সরাসরি সমর্থনে পুনরায় প্রেসিডেন্ট হিসেব নির্বাচিত হয়েছেন মোহাম্ম আলী। তিনি আমব্রেলা সংগঠন হিসেবে পরিচিত ‘বাংলাদেশ সোসাইটি’র বর্তমান সাধারণ সম্পাদক। কার্যনির্বাহি কমিটির সকল সদস্যের সমর্থনে পুনরায় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন আমিন মেহেদী বাবু। সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে পুনরায় দায়িত্ব গ্রহণ করেন কাজী এম আর খান সেলিম (সেলিম খান)। কার্যনির্বাহির বৈঠক সন্ধ্যা ৭ থেকে শুরু হয়ে শেষ হয় রাত সাড়ে ১০টায়। কার্যনির্বাহি কমিটিতে বক্তব্য রাখেন ডিউক খান, কাজী জামান বিটু, বদরুল খান বাদল, আল আমিন, মিয়া মোহাম্মদ ুলাল, হাসান মাহমু, মিলন মোল্লা প্রমুখ।
বৈঠকে বিগত কোভিডকালিন কার্যক্রম েেক শুরু করে সাম্প্রতিক সময়ের বিভিন্ন সামাজিক কার্মকান্ডের বিষয়ে বিস্তারিত তুলে ধরে কার্যনির্বাহি কমিটির সকলে তাদের মতামত তুলে ধরেন। মূলধারার রাজনৈতিক নেতৃবৃন্দের সাে আরও নিভিরভাবে কাজ করার পরামর্শ দেন অনেকে। এজন্য সদস্যরে সমর্থনে একটি ফান্ড গঠনেরও সিদ্ধান্ত হয়েছে। নবগঠিত এই কমিটি আগামী েিন বাংলাদেশি কমিউনিটির জন্য আর কি কি বিষয়ে কাজ করতে পারে তা নিয়েও আলোচনা হয়েছে। ডিনারের মাধ্যমে কার্যনির্বাহি কমিটির বৈঠক সমাপ্ত হয়।