ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo পরিবর্তন হচ্ছে পুলিশ, র‌্যাব ও আনসারের পোশাক Logo রাজনৈতিক অস্থিরতায় বাড়ছে অপরাধ Logo নবীনগর বাজার ও শহর রক্ষার্থে নদীর পাড় দিয়ে রাস্তা নির্মানের দাবীতে মানববন্ধন Logo দিনাজপুরে মৃত্যু দাবীর পাঁচ লক্ষ ত্রিশ হাজার টাকার চেক হস্তান্তর Logo কোম্পানীগঞ্জে খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে শীতবস্ত্র বিতরণ Logo নাটোরে শিশুকে যৌন নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচনা ১০ বছর করে কারাদণ্ড Logo মাদারীপুরে আধিপত্য নিয়ে সংঘর্ষে আহত ১৫, উড়ে গেছে যুবকের পা Logo রামুতে তারুণ্যের উৎসব আন্তঃ স্কুল ও কলেজ বিতর্ক প্রতিযোগিতা Logo কেশবপুর রাফিজা হত্যার ঘটনাটি ধামা চাপা দিতে দৌড়ঝাপ Logo ডামুড্যায় তারুণ্যের উৎসব উদযাপনে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মৃত্যুর প্রহর গুণছে ২,৫০০ বন্দি

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:১৭:২৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫ ২৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
  • ৬৮ কারাগারে স্বাধীনের পর সর্বোচ্চ ফাঁসির আসামী বন্দি

  • ধরা পড়েনি জুলাইর আন্দোলনে জেল পলাতক ৮৩ বন্দি

 

দেশের ৬৮টি কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে (কনডেম সেলে) বা বিশেষ সেলে মৃত্যুর প্রহর গুনছেন আড়াই হাজার ফাঁসির বন্দি। ফাঁসির দন্ডপ্রাপ্ত বন্দিদের এ সংখ্যাও বাংলাদেশের কারাগারের ইতিহাসে সর্বোচ্চ। আদালত থেকে মৃত্যুদ-ের রায় ঘোষণার পর এরা দীর্ঘদিন আটক রয়েছেন। উচ্চ আদালতে ঝুলে আছে তাদের আপীলের সিদ্ধান্ত। তা ছাড়া ‘ডেথ রেফারেন্স’ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কারা কর্তৃপক্ষ ফাঁসি কার্যকর করতে পারছেন না।
কারা সূত্র জানায়, দেশের ৬৮টি কারাগারের ফাঁসির সেলগুলোতে বন্দির সংখ্যা ২ হাজার ৫১৫। এদের মধ্যে ৮৬ জন নারী। এই সংখ্যাটাও দেশের কারা ইতিহাসে সর্বো”চ। এই আড়াই হাজারের বেশি আসামির মধ্যে হাইকোর্টে বিচার নিষ্পত্তির অপেক্ষায় আছেন ১ হাজার ১৯৫ জন। আপিল বিভাগে নিষ্পত্তির অপেক্ষায় ১ হাজার ৩২০ জনের আপিল।

প্রচলিত আইনে বিচারিক আদালতে মৃত্যুদ-প্রাপ্ত আসামির ফাঁসি কার্যকরের আগে হাইকোর্টের অনুমতির প্রয়োজন। এর জন্য সংশ্লিষ্ট বিচারিক আদালত ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা মোতাবেক মামলার সকল নথি হাইকোর্টে পাঠিয়ে দেন। এটাকে বলা হয় ডেথ রেফারেন্স। এর পাশাপাশি বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আসামিরা আপিলও করে থাকেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে অগ্রাধিকার ভিত্তিতে এসব ডেথ রেফারেন্সের শুনানি হতে পারে। ডেথ রেফারেন্সের সাজা বহাল থাকলে আসামির শেষ ভরসা রাষ্ট্রপতির ক্ষমা প্রার্থনা। ক্ষমার আবেদন নাকচ হয়ে গেলেই কারা কর্তৃপক্ষ কারাবিধি অনুযায়ী ফাঁসি কার্যকর করে থাকে।
কারাগারে মৃত্যুদ-প্রাপ্ত বন্দিদের পৃথকভাবে যে সেলে রাখা হয়, সেটিই কনডেম সেল নামে পরিচিত। সেলগুলোর পরিমাপ হচ্ছে, ১০ বাই ৬ ফুট, কোনোটা ১২ বাই ৮ ফুট। বাতাস চলাচলের জন্য আছে নামমাত্র ছোট্ট একটি জানালা বা ভেন্টিলেটর। আছে আনুমানিক আড়াই থেকে তিন ফুটের দেওয়ালঘেরা টয়লেট। কম্বল আর থালাবাসন ছাড়া অন্য কোনো আসবাব নেই এসব সেলে। কারাগারে এ রকমেই একেকটি সেলে রাখা হয় মৃত্যুদ-প্রাপ্ত আসামিদের। বিচারিক আদালতের রায়ের পর চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় বছরের পর বছর এই কক্ষে বন্দিকে থাকতে হ”েছ।

মানবাধিকারকর্মী ও জ্যেষ্ঠ আইনজীবী মনে করেন, ডেথ রেফারেন্সের মতো স্পর্শকাতর বিষয় যৌক্তিক সময়ের মধ্যে নিষ্পত্তি না হওয়ার কারণে বছরের পর বছর ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি ও তার পরিবার মানসিক, শারীরিক ও আর্থিকভাবে নিঃশেষ হয়ে যায়। এর নেতিবাচক প্রভাব পড়ে পুরো পরিবার ও সমাজে। বাংলাদেশ মৃত্যুদ-প্রবণ দেশগুলোর একটি হলেও সাজা কার্যকর হয় কম। বিচারিক আদালতের বেশিরভাগ ফাঁসির সাজা হাইকোর্টে শুনানির পর রহিত হয়ে যাবজ্জীবন, খালাস বা অন্য মেয়াদে পরিবর্তিত হয়। জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী ইশতিয়াক চৗধুরী বলেন, বিচারের অপেক্ষায় বছরের পর বছর জীবন আর মৃত্যুর সন্ধিক্ষণে থাকা সমর্থনযোগ্য নয়। নির্জন সেলে মৃত্যুর দিন গোনা অমানবিক। নিষ্ঠুরতা নয়, এই প্রক্রিয়াকে আধুনিক ও যুগোপযোগী করতে হবে। এর জন্য সরকার বা রাষ্ট্রপক্ষের আরও জোরালো ভূমিকা নেওয়া দরকার।

সূত্র জানায়, বর্তমানে মৃত্যুদ-প্রাপ্ত আড়াই হাজার বন্দির মধ্যে সবচেয়ে বেশিসংখ্যক আছেন কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে। গত ৫ আগস্ট এই কারাগারসহ বিভিন্ন কারাগার থেকে ফাঁসির দ-প্রাপ্ত আসামিদের মধ্যে ৮৯ জন পালিয়ে যান। তাদের মধ্যে ৫ জন গ্রেপ্তার হয়েছেন। আত্মসমর্পণ করেছেন একজন। বাকি ৮৩ জনের এখনও খোঁজ পাওয়া যায়নি। তবে তাদেরকে গ্রেফতারে অভিযান চালিয়ে হচ্ছে আইন শৃংখলা বাহিনী।
সিনিয়র আইনজীবী জাহিদুর রহমান জানান, হাইকোর্টে বিচারক স্বল্পতার কারণে ডেথ রেফারেন্স বেঞ্চ কম। ফলে এখানেও জট বাড়ছে। ফাঁসির আসামিদের মামলা আসে ক্রম অনুযায়ী। তাই বিশেষ কিছু মামলা (অগ্রাধিকার ভিত্তিতে) ছাড়া এ বিষয়ে রাষ্ট্রপক্ষের বিশেষ কিছু করারও থাকে না। কার্যতালিকায় যখনই মামলা আসবে, তখন তা নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়। অবশ্য বিচারক বা বেঞ্চ বাড়ানোর জন্য সরকার উদ্যোগ নিয়েছে এবং সেটা কার্যকর হলে এই সংখ্যা কমে আসবে।

সুপ্রিমকোর্ট তথ্য অনুযায়ী, বর্তমানে হাইকোর্টে শুনানির অপেক্ষায় রয়েছে বারোশর মতো ডেথ রেফারেন্স, যা ২০১৯ সালে ছিল ৭৭৫টি। সাধারণত বছর ও মামলার ক্রমানুসারে ডেথ রেফারেন্সের শুনানি হয়ে থাকে। গুরুত্ব বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতেও ডেথ রেফারেন্সের শুনানি হয়। এই শুনানির জন্য হাইকোর্টে কয়েকটি বেঞ্চ রয়েছে। ডেথ রেফারেন্সের নিষ্পত্তির অপেক্ষায় থাকা মামলাগুলোর মধ্যে পিলখানা হত্যা, পুরান ঢাকার বিশ্বজিৎ হত্যা, শিশু রাজীব ও রাকিব হত্যা, নুসরাত জাহান রাফি হত্যা, একুশে আগস্ট গ্রেনেড হামলা, হোলি আর্টিজান মামলা, ১০ ট্রাক অস্ত্র মামলা, বরগুনার রিফাত শরীফ হত্যা, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খান হত্যা, রমনা বটমূলে বোমা হামলা, সিরিয়াল কিলার রসু খাঁর মামলা, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা, বিশ্বজিৎ দাস হত্যা, দীপন হত্যা, সাগিরা মোর্শেদ হত্যার মতো উল্লেখযোগ্য মামলা রয়েছে। এসব চাঞ্চল্যকর মামলার দ্রুত নিষ্পত্তি প্রয়োজন বলে মনে করেন আইন বিশেষজ্ঞরা। তারা আরও মনে করেন, এত বিপুলসংখ্যক চাঞ্চল্যকর মামলা আটকে থাকাটা উদ্বেগজনক। বিচারক ও বেঞ্চ বাড়িয়ে মামলাগুলো দ্রুত নিষ্পত্তির তাগিদ দিয়েছেন তারা।

এবিষয়ে কারা বিভাগের ডিআইজি প্রিজন্স জাহাঙ্গীর কবীর বলেন, কনডেম সেল বা এই বিশেষ কক্ষে যারা থাকেন, তাদের সাধারণত একটু বেশি মানবিক দৃষ্টিতে দেখা হয়। স্বজনরা প্রতি মাসে চাইলে তাদের সঙ্গে দেখা করতে পারেন। সপ্তাহে এক দিন কারা সদস্যদের উপস্থিতিতে যেকোনো একজন স্বজনের সঙ্গে টেলিফোনে কথাও বলতে পারেন। প্রতিদিনই কিছু সময়ের জন্য তাদের সেলের বাইরে আনা হয়। কনডেম সেল নামে পরিচিত এই সেলগুলোর জন্য একটি আলাদা বাউন্ডারি রয়েছে, বন্দিরা এই দেওয়ালের বাইরে থাকা অন্য সেলগুলো বা অন্য বিভাগে যেতে পারেন না। এই বাউন্ডারির ভেতরেই তাদের জন্য রয়েছে গোসলের ব্যবসা। যখন দুই-তিন ঘণ্টার জন্য তাদের সেল থেকে বের করা হয়, তখন তারা এগুলো ব্যবহার করেন। এক সেলে একজন বন্দিই থাকেন। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সেলের ভেতরে কোনো সিলিং ফ্যান রাখা হয় না। সারিবদ্ধ লোহার রড দিয়ে বানানো দরজার বাইরে সিলিং ফ্যান রাখা আছে, যাতে গরমে তাদের কষ্ট না হয়। যথাসময়ে খাবার তাদের সেলে পৌঁছে দেওয়া হয়।

কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, তার এখানে প্রায় এক হাজার মৃত্যুদ-প্রাপ্ত বন্দি রয়েছেন। কারাবিধি অনুযায়ী এদের সঙ্গে যতটা সম্ভব সদয় ও মানবিক আচরণ করা হয়। এ ছাড়া কারাগারে প্রত্যেক বন্দির জন্য পিসি (প্রিজনার্স ক্যাশ) বলে একটি হিসাবের খাতা ও কার্ড আছে। এখানে তারা নিজেদের জন্য অর্থ (স্বজনদের দেওয়া) রাখতে পারে এবং এই অর্থ খরচ করে তারা চাইলে কারাগারের নিজস্ব ক্যান্টিন থেকে খাবার কিনে এনে খেতে পারে। আবার কোনো কোনো বন্দির পিসিতে ১০-১৫ লাখ টাকাও রয়েছে। সাধারণত অনেকে তাদের সম্পত্তি বিক্রি করে মামলা পরিচালনার খরচের জন্য এই হিসাবে টাকা রাখে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সাইদুল মুনিম পিয়াস বলেন, ফৌজদারি কার্যবিধির ৩২ ধারায় বলা হয়েছে, দায়রা জজ ও অতিরিক্ত দায়রা জজ আদালত কোনো আসামিকে আইন অনুসারে যেকোনো পরিমাণের জরিমানা, যেকোনো মেয়াদের কারাদ- এবং মৃত্যুদ- দিতে পারে। তবে দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ আদালতের দেওয়া মৃত্যুদ-ের আদেশ অবশ্যই হাইকোর্ট বিভাগ থেকে নিশ্চিত করতে হবে। এই ডেথ রেফারেন্স এমন একটি প্রক্রিয়া, যেখানে আসামি নিজে থেকে আপিল না করলেও স্বয়ংক্রিয়ভাবে এটি উ”চ আদালতে নিরীক্ষা করা হয়ে থাকে। কোনো ত্রুটি থাকলে তা সংশোধনের উদ্যোগও নেওয়া হয়। ডেথ রেফারেন্স করা হয় ফৌজদারি কাযির্বধির ২৭ অধ্যায়ের ৩৭৪ থেকে ৩৭৯ ধারার অধীনে; আর আপিল করা হয় ৪১০ ধারার আওতায়। ৩৭৯ ধারায় বলা আছে, ডেথ রেফারেন্স নিষ্পত্তির পর হাইকোর্ট অনতিবিলম্বে পর্যবেক্ষণটি দায়রা আদালতে পাঠাবেন।
সাইদুল মুনিম পিয়াস আরও বলেন, দায়রা আদালতের পরিবর্তে কখনও কখনও হাইকোর্ট বিভাগেও কোনো বিশেষ ফৌজদারি মামলার বিচারিক কাজ সম্পন্ন হতে পারে। সেক্ষেত্রে হাইকোর্ট যদি মৃত্যুদ-াদেশ দেন, তখন আর ডেথ রেফারেন্সের কোনো বিধান নেই। হাই কোর্টেও নিদের্শেও পরই রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করেন বন্দি। সেখানে নাকচ হলেই কারা কর্তৃপক্ষ ফাঁসি কার্যকরের উদ্যেগ নেয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মৃত্যুর প্রহর গুণছে ২,৫০০ বন্দি

আপডেট সময় : ১১:১৭:২৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • ৬৮ কারাগারে স্বাধীনের পর সর্বোচ্চ ফাঁসির আসামী বন্দি

  • ধরা পড়েনি জুলাইর আন্দোলনে জেল পলাতক ৮৩ বন্দি

 

দেশের ৬৮টি কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে (কনডেম সেলে) বা বিশেষ সেলে মৃত্যুর প্রহর গুনছেন আড়াই হাজার ফাঁসির বন্দি। ফাঁসির দন্ডপ্রাপ্ত বন্দিদের এ সংখ্যাও বাংলাদেশের কারাগারের ইতিহাসে সর্বোচ্চ। আদালত থেকে মৃত্যুদ-ের রায় ঘোষণার পর এরা দীর্ঘদিন আটক রয়েছেন। উচ্চ আদালতে ঝুলে আছে তাদের আপীলের সিদ্ধান্ত। তা ছাড়া ‘ডেথ রেফারেন্স’ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কারা কর্তৃপক্ষ ফাঁসি কার্যকর করতে পারছেন না।
কারা সূত্র জানায়, দেশের ৬৮টি কারাগারের ফাঁসির সেলগুলোতে বন্দির সংখ্যা ২ হাজার ৫১৫। এদের মধ্যে ৮৬ জন নারী। এই সংখ্যাটাও দেশের কারা ইতিহাসে সর্বো”চ। এই আড়াই হাজারের বেশি আসামির মধ্যে হাইকোর্টে বিচার নিষ্পত্তির অপেক্ষায় আছেন ১ হাজার ১৯৫ জন। আপিল বিভাগে নিষ্পত্তির অপেক্ষায় ১ হাজার ৩২০ জনের আপিল।

প্রচলিত আইনে বিচারিক আদালতে মৃত্যুদ-প্রাপ্ত আসামির ফাঁসি কার্যকরের আগে হাইকোর্টের অনুমতির প্রয়োজন। এর জন্য সংশ্লিষ্ট বিচারিক আদালত ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা মোতাবেক মামলার সকল নথি হাইকোর্টে পাঠিয়ে দেন। এটাকে বলা হয় ডেথ রেফারেন্স। এর পাশাপাশি বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আসামিরা আপিলও করে থাকেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে অগ্রাধিকার ভিত্তিতে এসব ডেথ রেফারেন্সের শুনানি হতে পারে। ডেথ রেফারেন্সের সাজা বহাল থাকলে আসামির শেষ ভরসা রাষ্ট্রপতির ক্ষমা প্রার্থনা। ক্ষমার আবেদন নাকচ হয়ে গেলেই কারা কর্তৃপক্ষ কারাবিধি অনুযায়ী ফাঁসি কার্যকর করে থাকে।
কারাগারে মৃত্যুদ-প্রাপ্ত বন্দিদের পৃথকভাবে যে সেলে রাখা হয়, সেটিই কনডেম সেল নামে পরিচিত। সেলগুলোর পরিমাপ হচ্ছে, ১০ বাই ৬ ফুট, কোনোটা ১২ বাই ৮ ফুট। বাতাস চলাচলের জন্য আছে নামমাত্র ছোট্ট একটি জানালা বা ভেন্টিলেটর। আছে আনুমানিক আড়াই থেকে তিন ফুটের দেওয়ালঘেরা টয়লেট। কম্বল আর থালাবাসন ছাড়া অন্য কোনো আসবাব নেই এসব সেলে। কারাগারে এ রকমেই একেকটি সেলে রাখা হয় মৃত্যুদ-প্রাপ্ত আসামিদের। বিচারিক আদালতের রায়ের পর চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় বছরের পর বছর এই কক্ষে বন্দিকে থাকতে হ”েছ।

মানবাধিকারকর্মী ও জ্যেষ্ঠ আইনজীবী মনে করেন, ডেথ রেফারেন্সের মতো স্পর্শকাতর বিষয় যৌক্তিক সময়ের মধ্যে নিষ্পত্তি না হওয়ার কারণে বছরের পর বছর ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি ও তার পরিবার মানসিক, শারীরিক ও আর্থিকভাবে নিঃশেষ হয়ে যায়। এর নেতিবাচক প্রভাব পড়ে পুরো পরিবার ও সমাজে। বাংলাদেশ মৃত্যুদ-প্রবণ দেশগুলোর একটি হলেও সাজা কার্যকর হয় কম। বিচারিক আদালতের বেশিরভাগ ফাঁসির সাজা হাইকোর্টে শুনানির পর রহিত হয়ে যাবজ্জীবন, খালাস বা অন্য মেয়াদে পরিবর্তিত হয়। জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী ইশতিয়াক চৗধুরী বলেন, বিচারের অপেক্ষায় বছরের পর বছর জীবন আর মৃত্যুর সন্ধিক্ষণে থাকা সমর্থনযোগ্য নয়। নির্জন সেলে মৃত্যুর দিন গোনা অমানবিক। নিষ্ঠুরতা নয়, এই প্রক্রিয়াকে আধুনিক ও যুগোপযোগী করতে হবে। এর জন্য সরকার বা রাষ্ট্রপক্ষের আরও জোরালো ভূমিকা নেওয়া দরকার।

সূত্র জানায়, বর্তমানে মৃত্যুদ-প্রাপ্ত আড়াই হাজার বন্দির মধ্যে সবচেয়ে বেশিসংখ্যক আছেন কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে। গত ৫ আগস্ট এই কারাগারসহ বিভিন্ন কারাগার থেকে ফাঁসির দ-প্রাপ্ত আসামিদের মধ্যে ৮৯ জন পালিয়ে যান। তাদের মধ্যে ৫ জন গ্রেপ্তার হয়েছেন। আত্মসমর্পণ করেছেন একজন। বাকি ৮৩ জনের এখনও খোঁজ পাওয়া যায়নি। তবে তাদেরকে গ্রেফতারে অভিযান চালিয়ে হচ্ছে আইন শৃংখলা বাহিনী।
সিনিয়র আইনজীবী জাহিদুর রহমান জানান, হাইকোর্টে বিচারক স্বল্পতার কারণে ডেথ রেফারেন্স বেঞ্চ কম। ফলে এখানেও জট বাড়ছে। ফাঁসির আসামিদের মামলা আসে ক্রম অনুযায়ী। তাই বিশেষ কিছু মামলা (অগ্রাধিকার ভিত্তিতে) ছাড়া এ বিষয়ে রাষ্ট্রপক্ষের বিশেষ কিছু করারও থাকে না। কার্যতালিকায় যখনই মামলা আসবে, তখন তা নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়। অবশ্য বিচারক বা বেঞ্চ বাড়ানোর জন্য সরকার উদ্যোগ নিয়েছে এবং সেটা কার্যকর হলে এই সংখ্যা কমে আসবে।

সুপ্রিমকোর্ট তথ্য অনুযায়ী, বর্তমানে হাইকোর্টে শুনানির অপেক্ষায় রয়েছে বারোশর মতো ডেথ রেফারেন্স, যা ২০১৯ সালে ছিল ৭৭৫টি। সাধারণত বছর ও মামলার ক্রমানুসারে ডেথ রেফারেন্সের শুনানি হয়ে থাকে। গুরুত্ব বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতেও ডেথ রেফারেন্সের শুনানি হয়। এই শুনানির জন্য হাইকোর্টে কয়েকটি বেঞ্চ রয়েছে। ডেথ রেফারেন্সের নিষ্পত্তির অপেক্ষায় থাকা মামলাগুলোর মধ্যে পিলখানা হত্যা, পুরান ঢাকার বিশ্বজিৎ হত্যা, শিশু রাজীব ও রাকিব হত্যা, নুসরাত জাহান রাফি হত্যা, একুশে আগস্ট গ্রেনেড হামলা, হোলি আর্টিজান মামলা, ১০ ট্রাক অস্ত্র মামলা, বরগুনার রিফাত শরীফ হত্যা, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খান হত্যা, রমনা বটমূলে বোমা হামলা, সিরিয়াল কিলার রসু খাঁর মামলা, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা, বিশ্বজিৎ দাস হত্যা, দীপন হত্যা, সাগিরা মোর্শেদ হত্যার মতো উল্লেখযোগ্য মামলা রয়েছে। এসব চাঞ্চল্যকর মামলার দ্রুত নিষ্পত্তি প্রয়োজন বলে মনে করেন আইন বিশেষজ্ঞরা। তারা আরও মনে করেন, এত বিপুলসংখ্যক চাঞ্চল্যকর মামলা আটকে থাকাটা উদ্বেগজনক। বিচারক ও বেঞ্চ বাড়িয়ে মামলাগুলো দ্রুত নিষ্পত্তির তাগিদ দিয়েছেন তারা।

এবিষয়ে কারা বিভাগের ডিআইজি প্রিজন্স জাহাঙ্গীর কবীর বলেন, কনডেম সেল বা এই বিশেষ কক্ষে যারা থাকেন, তাদের সাধারণত একটু বেশি মানবিক দৃষ্টিতে দেখা হয়। স্বজনরা প্রতি মাসে চাইলে তাদের সঙ্গে দেখা করতে পারেন। সপ্তাহে এক দিন কারা সদস্যদের উপস্থিতিতে যেকোনো একজন স্বজনের সঙ্গে টেলিফোনে কথাও বলতে পারেন। প্রতিদিনই কিছু সময়ের জন্য তাদের সেলের বাইরে আনা হয়। কনডেম সেল নামে পরিচিত এই সেলগুলোর জন্য একটি আলাদা বাউন্ডারি রয়েছে, বন্দিরা এই দেওয়ালের বাইরে থাকা অন্য সেলগুলো বা অন্য বিভাগে যেতে পারেন না। এই বাউন্ডারির ভেতরেই তাদের জন্য রয়েছে গোসলের ব্যবসা। যখন দুই-তিন ঘণ্টার জন্য তাদের সেল থেকে বের করা হয়, তখন তারা এগুলো ব্যবহার করেন। এক সেলে একজন বন্দিই থাকেন। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সেলের ভেতরে কোনো সিলিং ফ্যান রাখা হয় না। সারিবদ্ধ লোহার রড দিয়ে বানানো দরজার বাইরে সিলিং ফ্যান রাখা আছে, যাতে গরমে তাদের কষ্ট না হয়। যথাসময়ে খাবার তাদের সেলে পৌঁছে দেওয়া হয়।

কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, তার এখানে প্রায় এক হাজার মৃত্যুদ-প্রাপ্ত বন্দি রয়েছেন। কারাবিধি অনুযায়ী এদের সঙ্গে যতটা সম্ভব সদয় ও মানবিক আচরণ করা হয়। এ ছাড়া কারাগারে প্রত্যেক বন্দির জন্য পিসি (প্রিজনার্স ক্যাশ) বলে একটি হিসাবের খাতা ও কার্ড আছে। এখানে তারা নিজেদের জন্য অর্থ (স্বজনদের দেওয়া) রাখতে পারে এবং এই অর্থ খরচ করে তারা চাইলে কারাগারের নিজস্ব ক্যান্টিন থেকে খাবার কিনে এনে খেতে পারে। আবার কোনো কোনো বন্দির পিসিতে ১০-১৫ লাখ টাকাও রয়েছে। সাধারণত অনেকে তাদের সম্পত্তি বিক্রি করে মামলা পরিচালনার খরচের জন্য এই হিসাবে টাকা রাখে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সাইদুল মুনিম পিয়াস বলেন, ফৌজদারি কার্যবিধির ৩২ ধারায় বলা হয়েছে, দায়রা জজ ও অতিরিক্ত দায়রা জজ আদালত কোনো আসামিকে আইন অনুসারে যেকোনো পরিমাণের জরিমানা, যেকোনো মেয়াদের কারাদ- এবং মৃত্যুদ- দিতে পারে। তবে দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ আদালতের দেওয়া মৃত্যুদ-ের আদেশ অবশ্যই হাইকোর্ট বিভাগ থেকে নিশ্চিত করতে হবে। এই ডেথ রেফারেন্স এমন একটি প্রক্রিয়া, যেখানে আসামি নিজে থেকে আপিল না করলেও স্বয়ংক্রিয়ভাবে এটি উ”চ আদালতে নিরীক্ষা করা হয়ে থাকে। কোনো ত্রুটি থাকলে তা সংশোধনের উদ্যোগও নেওয়া হয়। ডেথ রেফারেন্স করা হয় ফৌজদারি কাযির্বধির ২৭ অধ্যায়ের ৩৭৪ থেকে ৩৭৯ ধারার অধীনে; আর আপিল করা হয় ৪১০ ধারার আওতায়। ৩৭৯ ধারায় বলা আছে, ডেথ রেফারেন্স নিষ্পত্তির পর হাইকোর্ট অনতিবিলম্বে পর্যবেক্ষণটি দায়রা আদালতে পাঠাবেন।
সাইদুল মুনিম পিয়াস আরও বলেন, দায়রা আদালতের পরিবর্তে কখনও কখনও হাইকোর্ট বিভাগেও কোনো বিশেষ ফৌজদারি মামলার বিচারিক কাজ সম্পন্ন হতে পারে। সেক্ষেত্রে হাইকোর্ট যদি মৃত্যুদ-াদেশ দেন, তখন আর ডেথ রেফারেন্সের কোনো বিধান নেই। হাই কোর্টেও নিদের্শেও পরই রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করেন বন্দি। সেখানে নাকচ হলেই কারা কর্তৃপক্ষ ফাঁসি কার্যকরের উদ্যেগ নেয়।