ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪

জড়িত পুলিশ সদস্যরা চিহ্নিত!

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ০৭:৫৪:৫১ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪ ৬৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

আশুলিয়ায় ভাইরাল ভিডিওর সঙ্গে জড়িত সকল পুলিশ সদস্যদের চিহ্নিত করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের নামও জানতে পেরেছেন বলে জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার আহম্মদ মুঈদ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পুলিশের গাড়িতে মানুষের নিথর দেহ স্তূপ করার ১ মিনিট ১৪ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওটি নিয়ে কাজ শুরু করেছে চার সদস্যের একটি তদন্ত কমিটি। এরইমধ্যে কয়েকজন পুলিশ সদস্যকে চিহ্নিত করা গেছে বলে জানান পুলিশ সুপার আহম্মদ মুঈদ। রোববার দুপুরে আশুলিয়া থানা পরিদর্শনে এসে এ তথ্য জানান।

আহম্মদ মুঈদ বলেন, যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি আমাদের নজরে এসেছে। আমাদের জায়গা থেকে যা করণীয় আমরা তা করছি। এরইমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা তদন্ত করছেন। আমরা সবার সহযোগিতায় পেয়ে গেছি কারা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, কারা উপস্থিত ছিলেন। আমাদের পরবর্তী পদক্ষেপের জন্য নামগুলো প্রকাশ করছি না। খুব তাড়াতাড়ি আপনাদের সামনে প্রকাশ করা হবে।

আহম্মদ মুঈদ বলেন, যেগুলো ভিডিওতে এসেছে সেগুলো দেখেছি, তবে ফিজিক্যাল এভিডেন্স এখনো পাইনি। এগুলো নিয়েও আমাদের কাজ চলছে। এরই মধ্যে একটি নিখোঁজ ডায়েরি হয়েছে। আমরা এটি নিয়েও কাজ করছি। আশা করছি খুব ভালো একটা রেজাল্ট আসবে। জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলার বিষয়ে বলেন, অপরাধী সে যেই হোক তার বিরুদ্ধে মামলা হবে।

পুলিশ আইনের বাইরে নয়। শুধু ছাত্র-জনতা না, আমাদের অনেক পুলিশ সদস্যকেও পুড়িয়ে মারা হয়েছে। পুলিশ হত্যার মামলাও হবে। প্রধান উপদেষ্টার সুস্পষ্ট নির্দেশনা রয়েছে, মানবাধিকার লঙ্ঘন হলে গুরুত্বের সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জড়িত পুলিশ সদস্যরা চিহ্নিত!

আপডেট সময় : ০৭:৫৪:৫১ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪

 

আশুলিয়ায় ভাইরাল ভিডিওর সঙ্গে জড়িত সকল পুলিশ সদস্যদের চিহ্নিত করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের নামও জানতে পেরেছেন বলে জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার আহম্মদ মুঈদ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পুলিশের গাড়িতে মানুষের নিথর দেহ স্তূপ করার ১ মিনিট ১৪ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওটি নিয়ে কাজ শুরু করেছে চার সদস্যের একটি তদন্ত কমিটি। এরইমধ্যে কয়েকজন পুলিশ সদস্যকে চিহ্নিত করা গেছে বলে জানান পুলিশ সুপার আহম্মদ মুঈদ। রোববার দুপুরে আশুলিয়া থানা পরিদর্শনে এসে এ তথ্য জানান।

আহম্মদ মুঈদ বলেন, যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি আমাদের নজরে এসেছে। আমাদের জায়গা থেকে যা করণীয় আমরা তা করছি। এরইমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা তদন্ত করছেন। আমরা সবার সহযোগিতায় পেয়ে গেছি কারা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, কারা উপস্থিত ছিলেন। আমাদের পরবর্তী পদক্ষেপের জন্য নামগুলো প্রকাশ করছি না। খুব তাড়াতাড়ি আপনাদের সামনে প্রকাশ করা হবে।

আহম্মদ মুঈদ বলেন, যেগুলো ভিডিওতে এসেছে সেগুলো দেখেছি, তবে ফিজিক্যাল এভিডেন্স এখনো পাইনি। এগুলো নিয়েও আমাদের কাজ চলছে। এরই মধ্যে একটি নিখোঁজ ডায়েরি হয়েছে। আমরা এটি নিয়েও কাজ করছি। আশা করছি খুব ভালো একটা রেজাল্ট আসবে। জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলার বিষয়ে বলেন, অপরাধী সে যেই হোক তার বিরুদ্ধে মামলা হবে।

পুলিশ আইনের বাইরে নয়। শুধু ছাত্র-জনতা না, আমাদের অনেক পুলিশ সদস্যকেও পুড়িয়ে মারা হয়েছে। পুলিশ হত্যার মামলাও হবে। প্রধান উপদেষ্টার সুস্পষ্ট নির্দেশনা রয়েছে, মানবাধিকার লঙ্ঘন হলে গুরুত্বের সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।