দেড় যুগ পর শেরপুরের ঝিনাইগাতীতে প্রায় বিএনপির সমাবেশ
- আপডেট সময় : ০৮:৩১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪ ১৫৭ বার পড়া হয়েছে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলশ্রুতিতে দ্বিতীয় স্বাধীনতার চারদিনের মাথায় শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা বিএনপির উদ্যোগে প্রায় দেড় যুগ পর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার রাজমনি হোটেল প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মো. শাহজাহান আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি এবং শেরপুর-৩ আসনের তিন বারের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান এর সঞ্চালনায় এতে আতাউর রহমান, আব্দুর রশিদ, রুকুনুজ্জামান, আব্দুল মান্নান হিরা,ছামিউল হক সাদা,মেহেদী হাসান বিপ্লব,মাসুম বিল্লাহসহ অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা সকল প্রকার সহিংসতা ও অগ্নিসংযোগ,সরকারি ও বেসরকারি স্থাপনায় হামলা ও ভাংচুরের নিন্দা জানান। সেই সাথে বাংলাদেশকে সুন্দর ভাবে সাজাতে সকলের সহযোগিতা কামনা করেন। উক্ত সমাবেশে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।