নগরকান্দায় কৃষক দলের সমর্থক নিহত
- আপডেট সময় : ০৬:৪৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪ ৬৯ বার পড়া হয়েছে
কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ওরফে বাবুলের সমর্থকদের ওপর হামলায় একজন নিহত হয়েছে। বুধবার ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বাবুলের সমর্থকদের অন্তত তিনটি দোকান লুটপাট করা হয়েছে। আরও কয়েকজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
শহীদুলের সমর্থকদের অভিযোগ, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদের সমর্থকেরা এ হামলা, ভাঙচুর ও লুটপাট করেন।
এদিন বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে। শামা ওবায়েদের সমর্থকেরা নগরকান্দা বাজারের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছেন। এ সময় নগরকান্দা বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নগরকান্দার ভুবকদিয়া থেকে তালমার মোড় পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কের আট কিলোমিটার এলাকায় নেতা-কর্মীরা মহড়া রয়েছেন।
শামা ওবায়েদ নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের লস্করদিয়া গ্রামের বাসিন্দা। শহীদুল ইসলাম নগরকান্দার তালমা ইউনিয়নের কোনাগ্রামের বাসিন্দা। নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে ফরিদপুর-২ সংসদীয় আসন গঠিত। এ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে দুই নেতার মধ্যে আগে থেকেই দ্বন্দ্ব চলে আসছিল।
নিহত ব্যক্তির নাম কবির ভূঁইয়া (৫০)। তিনি নগরকান্দা পৌরসভার ছাগলদী মহল্লার বাসিন্দা বশিরউদ্দিন ভূঁইয়ার ছেলে।
বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল একটি মোটর শোভাযাত্রা নিয়ে ভাঙ্গা গোলচত্বর থেকে নগরকান্দায় যান। নগরকান্দা বাজারে ও তালমার মোড়ে একটি পথসভা করে ফরিদপুর শহরে জনসভা করতে যাওয়ার কথা ছিল।
নগরকান্দা বেইলি সেতুর বাজারের দিকে শহীদুলের সমর্থকেরা আর জুঙ্গুরদী বাসস্ট্যান্ডের কাছে শামা ওবায়েদের লোকজন অবস্থান নেন। সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে শহীদুল ইসলামের কয়েকজন সমর্থক আহত হন। অভিযোগ শামার লোকজন শহীদুলের সমর্থক নগরকান্দা বাজারের লঞ্চঘাটা এলাকায় অবস্থিত জাকির হোসেনের চাল ও গ্যাস সিলিন্ডারের দোকান ভাঙচুর করেন।
ছাগলদী এলাকার কবির ভূঁইয়া একটি ভ্যানে করে শহীদুলের জনসভায় যোগ দেওয়ার জন্য নগরকান্দা বাজারের দিকে আসছিলেন। ভ্যানটি ছাগলদী সেতুর ঢালে পৌঁছালে প্রতিপক্ষরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে তার মৃত্যু হয়।