ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
সংবাদ শিরোনাম ::
Logo দাড়ি-গোঁফ ফেলে ভারতে পালানোর সময় শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু Logo ফরিদপুরে কালি মন্দিরে প্রতিমা ভাঙচুর, ভারতীয় নাগরিক গ্রেপ্তার Logo ইলিশ রপ্তানি না করে ভারতের বাঙালিদের মৌলিক অধিকার লঙ্ঘন করেছে! বেহিসাবী মন্তব্য কেন? Logo ঢাকার যানজট নিরসনের উপায় খুঁজতে পুলিশ ও বিশেষজ্ঞদের নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা Logo স্বজনপ্রীতির অনন্য উচ্চতার স্বাক্ষর রাখলেন সাবেক সমাজকল্যাণমন্ত্রী Logo তৌহিদের মহান বাণী নিয়ে এসেছিলেন মহানবী (সা.) : বাংলাদেশ ন্যাপ Logo ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তারেক রহমানের বিবৃতি Logo পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) Logo প্রধান উপদেষ্টার সেনাসদর পরিদর্শন Logo শিশু ধর্ষণকাণ্ডে যুবকের যাবজ্জীবন কারাদন্ড

বিএনপির জনসভায় গয়েশ্বর, ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই, দাসত্ব নয়

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ০৫:৫৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪ ১৩১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার (২৯ জুন) ঢাকার নয়া পল্টনের জনসভায় দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই, দাসত্ব চাই না।

এসময় গয়েশ্বর বলেন, খালেদা জিয়াকে মুক্তি করতে না পারি তাহলে এ দেশের অস্তিত্ব টিকবে না। ভারতের সঙ্গে যে চুক্তি হয়েছে, তার মাধ্যমে দেশ দাসত্বে পরিণত হবে। ভারতের সঙ্গে বন্ধুত্ব, কোনো দাসত্ব চাই না। গয়েশ্বর বলেন, আমরা ভারত বিদ্বেষী নই। খালেদা জিয়া মুক্তির লড়াই কোনো দেশের বিরুদ্ধে নয়।

বিএনপি নেতা বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে এখন থেকে আন্দোলন শুরু হবে। শেখ হাসিনা বেগম জিয়াকে অন্যায়ভাবে বন্দি করে রেখেছেন। যে মামলায় তাকে বন্দি করা হয়েছে, এটা কোনো মামলাই না। এমন মামলায় বহু লোক জামিন ও মুক্তি পেয়েছেন।

বিএনপির এই নেতা বলেন, যে মামলায় বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে, সে মামলায় এক দিনের জন্যও তাকে কারাদণ্ড দেওয়ার কোনো কারণ নেই। শেখ হাসিনাকে খুশি করার জন্যই এই রায়। আর যারা ক্ষমতায় আনে, তাদের সন্তুষ্টির জন্যই এই রায়।

গয়েশ্বর চন্দ্র বলেন, বিগত সাতটি বছর খালেদা জিয়া মঞ্চে আসেন না, জনগণ তাঁর কণ্ঠ শুনতে পায় না। সরকার নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করেছে। তিনি এখনো বন্দী, তিনি উপযুক্ত চিকিৎসা পান না, জামিন পান না, অথচ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা জামিন পান।

বক্তৃতা নয়, আন্দোলন সফল করতে হলে রাজপথে কঠোর অবস্থান থাকতে হবে।

সমাবেশের প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশের সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এছড়াও সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যান্য নেতারা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিএনপির জনসভায় গয়েশ্বর, ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই, দাসত্ব নয়

আপডেট সময় : ০৫:৫৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪

 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার (২৯ জুন) ঢাকার নয়া পল্টনের জনসভায় দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই, দাসত্ব চাই না।

এসময় গয়েশ্বর বলেন, খালেদা জিয়াকে মুক্তি করতে না পারি তাহলে এ দেশের অস্তিত্ব টিকবে না। ভারতের সঙ্গে যে চুক্তি হয়েছে, তার মাধ্যমে দেশ দাসত্বে পরিণত হবে। ভারতের সঙ্গে বন্ধুত্ব, কোনো দাসত্ব চাই না। গয়েশ্বর বলেন, আমরা ভারত বিদ্বেষী নই। খালেদা জিয়া মুক্তির লড়াই কোনো দেশের বিরুদ্ধে নয়।

বিএনপি নেতা বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে এখন থেকে আন্দোলন শুরু হবে। শেখ হাসিনা বেগম জিয়াকে অন্যায়ভাবে বন্দি করে রেখেছেন। যে মামলায় তাকে বন্দি করা হয়েছে, এটা কোনো মামলাই না। এমন মামলায় বহু লোক জামিন ও মুক্তি পেয়েছেন।

বিএনপির এই নেতা বলেন, যে মামলায় বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে, সে মামলায় এক দিনের জন্যও তাকে কারাদণ্ড দেওয়ার কোনো কারণ নেই। শেখ হাসিনাকে খুশি করার জন্যই এই রায়। আর যারা ক্ষমতায় আনে, তাদের সন্তুষ্টির জন্যই এই রায়।

গয়েশ্বর চন্দ্র বলেন, বিগত সাতটি বছর খালেদা জিয়া মঞ্চে আসেন না, জনগণ তাঁর কণ্ঠ শুনতে পায় না। সরকার নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করেছে। তিনি এখনো বন্দী, তিনি উপযুক্ত চিকিৎসা পান না, জামিন পান না, অথচ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা জামিন পান।

বক্তৃতা নয়, আন্দোলন সফল করতে হলে রাজপথে কঠোর অবস্থান থাকতে হবে।

সমাবেশের প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশের সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এছড়াও সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যান্য নেতারা।