বুয়েটের আইডব্লিউএফএম আয়োজিত উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:২৪:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪ ১৭৬ বার পড়া হয়েছে
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রকৌশলীদের জলবায়ু সহিষ্ণু অবকাঠমো উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, ডিজাইন ও বাস্তবায়নে জলবায়ু পরিবর্তন ডেটা ডাউনলোডিং, প্রক্রিয়াকরণ, ও বিশ্লেষণে সার্মথ্য বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এর ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্টে প্রশিক্ষণের আয়োজন করা হয়। গত ৮ জুন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্টের প্রশিক্ষণ কক্ষে তৃতীয় ও শেষ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন করেন এলজিইডির প্রধান প্রকৌশলী মোঃ আলি আখতার হোসেন।
এসময় অতিরিক্ত প্রকৌশলী গোপাল কৃষ্ণ দেবনাথ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক মোঃ আব্দুল হাকিম ও ক্রিম প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ নাজমুল হাসান চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া বুয়েট-আইডব্লিউএফএম এর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আসাদ হুসেন, প্রশিক্ষণ কোর্সের কোর্স-পরিচালক প্রফেসর ড. শাহজাহান মন্ডল উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে এলজিইডির বিভিন্ন পর্যায়ের ২০ জন প্রকৌশলীবৃন্দ অংশগ্রহণ করেন।