সংবাদ শিরোনাম ::
ভারত পালানোর সময় রাসিকের হিসাবরক্ষক আটক
গণমুক্তি ডিজিটাল ডেস্ক
- আপডেট সময় : ১১:১৪:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪ ৭৩ বার পড়া হয়েছে
ভারতে পালানোর সময় রাজশাহী সিটি করপোরেশনের হিসাবরক্ষক নিজামুল হুদাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়। তার কাছ থেকে ৩ লাখ ৩১ হাজার টাকা জব্দ করে বিজিবি।
সোমবার দুপুরে শেখ হাসিনার পদত্যাগের খবর ছড়িয়ে পড়লে রাজশাহী সিটি কর্পোরেশনসহ সরকারি স্থাপনা এবং আওয়ামী লীগ কার্যালয়ে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, আটক নিজামুল হুদার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। সেই দুর্নীতি থেকে বাঁচতেই দেশত্যাগের চেষ্টা করেন।
সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে ভারত পালানোর সময় তাকে আটক করা হয়েছে। তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।