এভারেস্ট জয়ী আরেক বীর বাংলাদেশি
- আপডেট সময় : ১২:১৮:১২ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪ ২১৬ বার পড়া হয়েছে
২০১২ সালে বাংলাদেশের প্রথম নারী নিশাত মজুমদার এভারেস্ট জয় করে বাংলাদেশের লালসবুজের পতাকা উড়িয়ে ছিলেন। তারপর আরও ৪ বাংলাদেশি এভারেস্ট জয় করেন।
এবার পঞ্চম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয়ের সুখবর দিলেন বাবর আলী। রোববার (১৯ মে) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় এভারেস্টের চূড়ায় ওঠেন আলী। এ তথ্য নিশ্চিত করেন অভিযানের প্রধান সমন্বয়ক ফরহান জামান।
হিমালয়ের পর্বতের শীতিধার ১৫ হাজার ৫০০ ফুট ওপরে চূড়া জয়ের জন্য বাবর আলী রওনা দিয়েছিলেন ১ এপ্রিল। রোববার সকাল সাড়ে ৮টায় সেখানে পৌছে বাংলাদেশের পতাকা ওড়ান।
জানা গেছে, বাবরের আসল লক্ষ্য লোৎসেও। এটি এভারেস্ট লাগোয়া পৃথিবীর চতুর্থ শীর্ষ পর্বত। রোববার ক্যাম্প-৪ এ নেমে মাঝরাতে আবারও শুরু করবেন দ্বিতীয় লক্ষ্যের যাত্রা। পরিবেশ অনুকূলে থাকলে ভোরে পৌঁছে যাবেন সেই চূড়ায়।
এ লোৎসেতে ইতোপূর্বে কোনো বাংলাদেশি সামিট করেননি এবং কোনো বাংলাদেশি একই অভিযানে দুইটি আট হাজারী শৃঙ্গ চড়েননি। বাবার আলী বাংলাদেশের ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনার যাত্রা শুরু করবেন।