ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

কোটা আন্দোলনে মানবাধিকার লঙ্ঘন, আজ আসছে জাতিসংঘের অগ্রবর্তী তদন্ত দল

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৫২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪ ৫৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

কোটা আন্দোলনে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘ মানবাধিকার অফিসের প্রথম অগ্রবর্তী তদন্ত দল আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) বাংলাদেশে আসছেন। মূল দলটি পরে আসবে।

জাতিসংঘ প্রতিনিধি দলের প্রতিনিধিরা এক সপ্তাহ সময় নিয়ে উপদেষ্টা, সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ ও মানবাধিকার সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। বুধবার (২১ আগস্ট) সন্ধ্যায় সাংবাদিকদের এসব তথ্য জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

তিনি বলেন, বৃহস্পতিবার সম্ভবত জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল ঢাকা আসবে। এর নেতৃত্ব দেবেন রুরি ম্যানগোভেন। তিনি সম্ভবত অস্ট্রেলিয়ার নাগরিক এবং এশিয়া-প্যাসিফিক সেকশনের প্রধান। ওনার সঙ্গে আরও দুই জন মানবাধিকার অফিসার থাকবেন।

পররাষ্ট্র সচিব জানান তারা ২৮ আগস্ট পর্যন্ত বাংলাদেশে থাকার কথা আছে। কিন্তু তারা এর বেশি সময়ও থাকতে পারেন। বাংলাদেশকে কীভাবে সহায়তা করা যায়, যে তদন্ত শুরু হতে যাচ্ছে, সেটির বিষয়ে আলোচনা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘ মানবাধিকার প্রতিনিধি দলকে যথাযথ সহযোগিতা দেবে জানিয়ে পররাষ্ট্র সচিব জানান, উপদেষ্টা, সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ, মানবাধিকার সংস্থার প্রতিনিধিদের সঙ্গে তারা দেখা করবেন।

তাদের পদক্ষেপগুলো কী হবে সেই বিষয়ে জানানো হয়নি। আমরা আশা করতে পারি, প্রথম দল হিসেবে সব স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করবেন। কোন কোন জায়গায় কী সহায়তা লাগবে এবং এর পরে যে দলটি আসবে, তাদের কর্মপরিধি কী হতে পারে, তা নিয়েও উপদেষ্টাদের সঙ্গে কথা বলবেন।

 

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কোটা আন্দোলনে মানবাধিকার লঙ্ঘন, আজ আসছে জাতিসংঘের অগ্রবর্তী তদন্ত দল

আপডেট সময় : ০৯:৫২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪

 

কোটা আন্দোলনে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘ মানবাধিকার অফিসের প্রথম অগ্রবর্তী তদন্ত দল আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) বাংলাদেশে আসছেন। মূল দলটি পরে আসবে।

জাতিসংঘ প্রতিনিধি দলের প্রতিনিধিরা এক সপ্তাহ সময় নিয়ে উপদেষ্টা, সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ ও মানবাধিকার সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। বুধবার (২১ আগস্ট) সন্ধ্যায় সাংবাদিকদের এসব তথ্য জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

তিনি বলেন, বৃহস্পতিবার সম্ভবত জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল ঢাকা আসবে। এর নেতৃত্ব দেবেন রুরি ম্যানগোভেন। তিনি সম্ভবত অস্ট্রেলিয়ার নাগরিক এবং এশিয়া-প্যাসিফিক সেকশনের প্রধান। ওনার সঙ্গে আরও দুই জন মানবাধিকার অফিসার থাকবেন।

পররাষ্ট্র সচিব জানান তারা ২৮ আগস্ট পর্যন্ত বাংলাদেশে থাকার কথা আছে। কিন্তু তারা এর বেশি সময়ও থাকতে পারেন। বাংলাদেশকে কীভাবে সহায়তা করা যায়, যে তদন্ত শুরু হতে যাচ্ছে, সেটির বিষয়ে আলোচনা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘ মানবাধিকার প্রতিনিধি দলকে যথাযথ সহযোগিতা দেবে জানিয়ে পররাষ্ট্র সচিব জানান, উপদেষ্টা, সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ, মানবাধিকার সংস্থার প্রতিনিধিদের সঙ্গে তারা দেখা করবেন।

তাদের পদক্ষেপগুলো কী হবে সেই বিষয়ে জানানো হয়নি। আমরা আশা করতে পারি, প্রথম দল হিসেবে সব স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করবেন। কোন কোন জায়গায় কী সহায়তা লাগবে এবং এর পরে যে দলটি আসবে, তাদের কর্মপরিধি কী হতে পারে, তা নিয়েও উপদেষ্টাদের সঙ্গে কথা বলবেন।