সংবাদ শিরোনাম ::
খুলনার ডুমুরিয়ায় জামায়াতের ১১ সদস্যের হিন্দু কমিটি
গণমুক্তি ডিজিটাল ডেস্ক
- আপডেট সময় : ১২:৫১:৪২ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪ ৩৩ বার পড়া হয়েছে
খুলনার ডুমুরিয়া উপজেলায় হিন্দু কমিটি ঘোষণা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
স্থানীয় যোবায়েদ আলী মিলনায়তনে হিন্দু সমাবেশ ও মতবিনিময় সভায় ১১ সদস্যের হিন্দু কমিটি ঘোষণা করা হয়। এক সপ্তাহের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
বাবু কৃষ্ণ নন্দীকে সভাপতি ও অধ্যক্ষ বাবু দেব প্রসাদকে সাধারণ সম্পাদক ও বাবু গৌতম মন্ডলকে কোষাধ্যক্ষ করে ১১ সদস্যের নাম প্রকাশ করা হয়।
কমিটিতে সহ-সভাপতি বাবু প্রশান্ত মন্ডল, ডা. হরিদাস মন্ডল ও কানাই লাল কর্মকার, সহ-সাধারণ সম্পাদক বুদ্ধদেব মন্ডল এবং অমূল্য কুমার সরকার, পুলকেশ মন্ডল, বিপ্লব সরকার, প্রদীপ কুমার সরকারকে সদস্য ঘোষণা করেন। এর আগে ২৬ অক্টোবর রংপুরের পীরগাছা উপজেলার সদর ইউনিয়ন শাখার হিন্দু কমিটি গঠন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।