সংবাদ শিরোনাম ::
খুলনার দাকোপে বেড়িবাঁধ ভেঙে ব্যাপক এলাকা প্লাবিত
গণমুক্তি ডিজিটাল ডেস্ক
- আপডেট সময় : ১১:১৯:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪ ৯১ বার পড়া হয়েছে
খুলনা জেলার দাকোপের খোনা এলাকায় পানি উন্নয়ন বোর্ডের ৩১ নম্বর পোল্ডারে প্রায় ১০০ ফুট ওয়াপদা বেড়িবাঁধ ভেঙে ব্যাপক এলাকা প্লাবিত হয়েছে। পানির চাপে বাঁধ ভেঙ্গে যায় বলে জানা গেছে।
তাতে করে তলিয়ে গেছে প্রায় ২ হাজার হেক্টর আমনের খেত। অসংখ্য পুকুরের মাছ ভেসে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য রাশেদুল ইসলাম বাবু সংবাদমধ্যমকে জানান, পানি উন্নয়ন বোর্ড আগে থেকে ব্যবস্থা নিলে এমন অবস্থা হতো না। অতি দ্রুত বাঁধ আটকাতে না পারলে আমন ফসলসহ জনসাধারণের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। পানখালী ইউপি চেয়ারম্যান শেখ ছাব্বির আহম্মেদ বলেন, ভাটায় পানি নেমে গেলে বাঁধ মেরামতের কাজ শুরু করা হবে।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারি প্রকৌশলী গোপাল কুমার দত্ত জানান, ভাটায় পানি নেমে যাওয়ার সঙে সঙে বাঁশ দিয়ে পাইলিং করে জিও টিউব ফেলা হবে। তারপর মাটি দিয়ে বাঁধ মেরামত করা হবে।