সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল তরুণ-তরুণীর

চট্টগ্রাম প্রতিনিধি
- আপডেট সময় : ০২:৩৪:১৬ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪ ১৪৪ বার পড়া হয়েছে
চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে ২ তরুণ-তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার (৫ অক্টোবর) সীতাকুণ্ডের শুকলালহাট ও মিরসরাইয়ের মস্তাননগর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাগরিকা এক্সপ্রেস বাড়বকুণ্ড শুকলালহাট এলাকা অতিক্রম করার সময় অজ্ঞাতপরিচয় এক তরুণী (২২) ট্রেনে কাটা পড়ে মারা যান। অপরদিকে বিকেল সাড়ে ৫টায় মিরসরাইয়ের মস্তাননগর এলাকায় ট্রেনে কাটা পড়ে মারা যান অজ্ঞাতপরিচয় এক যুবক (২৩)।
সীতাকুণ্ড জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই ফারুক হোসেন বলেন, আমাদের ফাঁড়ি এলাকায় ঘটনা হওয়ায় দুটি লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য পাঠিয়েছি। তাদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে আমরা ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা করছি। এ ঘটনায় চট্টগ্রাম রেলওয়ে থানায় দুটি অপমৃত্যুর মামলা হবে।