সংবাদ শিরোনাম ::
ঢাকা চট্টগ্রামে তিন আগুন, ক্ষয়ক্ষতি বিপুল

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
- আপডেট সময় : ০৩:০২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪ ২৯৯ বার পড়া হয়েছে
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানায়, ঢাকার হাজারীবাগ বিস্তি, উত্তর বাড্ডায় গ্যারেচে এবং চট্টগ্রামে তেল কলে অগ্নিকাণ্ডের ঘটনায় বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
হাজারীবাগ বস্তিতে শুক্রবার (১২ এপ্রিল) বেলা ১২টা নাগাদ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট কাজ করেছে। বেলা পৌনে একটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।
একই দিন দুপুরে বাড্ডা ইয়াসিন নগরে একটি রিকশার গ্যারেজে আগুন লাগে। ফায়ার সার্ভিসের বারিধারার দুটো ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
অন্যদিকে বন্দর নগরী চট্টগ্রামের মইজ্জারটেক এলাকায় এস আলম এডিবল অয়েল মিলে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ শুরু করছে।
ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ এখন জানা যায়নি।