নাটোরে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ
- আপডেট সময় : ০৭:০৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪ ১৪৩ বার পড়া হয়েছে
পহেলা বৈশাখ বাঙালির সার্বজনীন লোকজ উৎসব। নববর্ষ বরণের নানা আয়োজন অনুষ্ঠিত হয়েছে নাটোরে। সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা ছাড়াও নানা রাণী ভবানী রাজবাড়ির মুক্তমঞ্চে বাংলা শুভ নববর্ষ-১৪৩১ উপলক্ষে বর্ষবরণের অনুষ্ঠান পালিত হয়।
রোববার (১৪ এপ্লিল) সকাল ৭টা নাগাদ জেলা প্রশাসনের আয়োজনে নাটোর মহারাজা জে এন উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গন থেকে শোভাযাত্রা বের হয়ে রাজবাড়ী মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসনের তরফে মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নোটোর জলা প্রশাসক আবু নাছের ভূঁঞা’ এর সভাপতিত্বে পহেলা বৈশাখের অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, নাটোর-২ (নাটোর সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. শফিকুল ইসলাম শিমুল। অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অ্যান্ড অফস) মো. শরিফুল ইসলাম, নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট মো. সিরাজুল ইসলাম পিপি জজ কোর্ট নাটোর, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরি জলি প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সম্রাট আকবর খাজনা আদায় কার্যক্রমের মাধ্যমে প্রবর্তিত বাংলা সন গণনা শুরু হয়। ব্যবসায়ীরা তাদের হিসেব খাতা-হালখাতা সম্পন্ন করেন। পহেলা বৈশাখ বাঙালি জাতির সর্বজনীন উৎসব।
এদিন নাটোর রাজবাড়ি চত্বরে শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযাগিতার আয়োজন করা হয়েছে।
আফরোজা ইয়াসমিন