নিকলীতে ভেজাল সার ও কীটনাশক ব্যবসায়ীকে ৫ লক্ষ টাকা জরিমানা
- আপডেট সময় : ০৭:৩৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪ ৫৬ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের নিকলীতে বিষাক্ত কীটনাশক ভেজাল সার বিক্রির দায়ে মো: শফিকুল ইসলাম নামে এক ব্যাবসায়ীকে ৫ লক্ষ টাকা জরিমানা ও ভেজাল সার ও কীটনাশক রাখার দুটি গুদাম সিলগালা করে দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকালে নিকলী উপজেলার রোদার পুড্ডা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পাপিয়া আক্তার। এই অভিযানে তাঁর সঙ্গে ছিলেন উপজেলা কৃষি অফিসার সাখাওয়াত হোসেন ও নিকলী থানার পুলিশ।
এ সময়ে উপজেলা কৃষি অফিসার সাখাওয়াত হোসেন আমাদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে চলমান ভেজাল সার-কীটনাশক বিরোধী অভিযানের অংশ হিসেবে পুড্ডা বাজারে অভিযান চালানো হয়। এ সময় মো: শফিকুল ইসলামের দোকানে অভিযান চালিয়ে নিবন্ধনহীন প্রতিষ্ঠানে প্রায় ৮০০ বস্তা ভেজাল সার ও অনুমোদনহীন বিষাক্ত কীটনাশক ঔষধ জব্দ করা হয়। পরে তাকে ৫ লক্ষ টাকা জরিমানা সহ দুটি গুদামই সিলগালা করে দেয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মো: পাপিয়া আক্তার বলেন অবৈধ ভেজাল সার ও বিষাক্ত কীটনাশক বিক্রি করায় তাকে ৫ লক্ষ টাকা জরিমানা ও তার দুটি গুদাম সিলগালা করে দেওয়া হয়েছে।এবং ভেজাল বিরোধী অভিযান চলমান থাকবে। কৃষকের সঙ্গে কোনো ধরনের প্রতারণার সুযোগ নাই।