পাইকগাছা ১২৫ মন্দিরে দুর্গোৎসব উদযাপনের ব্যাপক প্রস্তুতি
- আপডেট সময় : ০৯:৫২:৪৮ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ১০৪ বার পড়া হয়েছে
খুলনার পাইকগাছায় ১২৫টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাৎসব উদযাপন হবে। জ্রো কদমে এগিয়ে চলছে প্রতিমা তৈরির কাজ। ব্যাপক প্রস্তুতি নিয়েছে পূজা উদযাপন পরিষদ। পূজা উদযাপন পরিষদের সভাপতি সমিরন কুমার সাধু এবং সাংগঠনিক সম্পাদক বাবু রাম মন্ডল জানান, উপজেলার পৌর সদরসহ দশটি ইউনিয়ন এবং ওয়ার্ডের মধ্যে ১২৫টি মন্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত।
জানা গেছে, পৌর সদরে ৬টি হরিঢালী ১৮ কপিলমুনি তে ১৫ লতা ৯ দেলুটি আটটি এবং সোলাদানা১০ লস্কর ১৪ গরুইখালী ১০ গদাইপুর ৭ এবং রারুলী১৮।। এদিকে কাঠিপাড়া পূজা মন্ডপ পরিদর্শন করতে গিয়ে জানা যায় ভাস্কর কাদা মাটি বাস খর পাটের সুতলি দিয়ে শৈল্পিক কারু কাজেতিল তিল করে গড়ে তোলা হচ্ছে দেব দেবীর প্রতিমা।
আগামী ৮ অক্টোবর উপজেলাতে শারদীয় দুর্গাপূজা শুরু হবে। এ লক্ষ্যে উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি সমিরন কুমার সাধু বলেন এবছর দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে কেন্দ্রীয় এবং জেলা কমিটির নির্দেশনা মেনে উপজেলায় পূজা উদযাপন পরিষদ প্রস্তুতি গ্রহণ করবে। অপরদিকে উপজেলা প্রশাসন এবং আইন-শৃঙ্খলা বাহিনী সকল প্রকাশ সহযোগিতা করবে।