প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাড়িতে গাছ রোপনে ৩দিনের কর্মশালা
- আপডেট সময় : ১০:১৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪ ২২৭ বার পড়া হয়েছে
প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাড়িতে গাছ রোপনের ৩দিনের কর্মশালা শুরু হয়েছে, কক্সবাজার উত্তর বনবিভাগের বাঁকখালি রেঞ্জে টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের অধীনে।
কক্সবাজার উত্তর বনবিভাগের বাঁকখালি রেঞ্জ কার্যালয়ে টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের প্রযুক্তি ব্যবহার করে বাড়িতে মাইক্রোসাইট ভিত্তিক শাক-সবজি, ঔষধি ও বনজ বৃক্ষ রোপনে দক্ষতা উন্নয়ন শীর্ষক ৩ দিনের প্রশিক্ষণ কর্মশালা বাঁকখালি বন রেঞ্জ কার্যালয়ে শুরু হয়েছে।
৯-১১ জুলাই তিনের প্রশিক্ষণ কর্মশালা ১১ জুলাই শেষ হবে।
বাঁকখালি বন রেঞ্জ অফিসার সরওয়ার জাহানের সভাপতিত্বে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার উত্তর বনবিভাগের সহকারী বনসংরক্ষক ড. প্রাণতোষ চন্দ্র রায়।
ড. প্রাণতোষ চন্দ্র রায় প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ৪১ বাস্তবায়নে সবাইকে রুটিন মাফিক কর্মযজ্ঞ চালিয়ে যেতে হবে। হতদরিদ্র জনগোষ্ঠীকে সুফল প্রকল্পের মাধ্যমে অর্থনৈতিক সাপোর্ট দিয়ে উন্নত রাষ্ট্রে পরিনত করার অগ্রযাত্রা আরো বেগবান করা গেলে বঙ্গবন্ধু কন্যার স্বপ্ন আধুনিক ও উন্নত বাংলাদেশ হবে।
প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে সহকারী বন সংরক্ষক ড. প্রাণতোষ চন্দ্র রায় আরো বলেন, সুফল প্রকল্পের মাধ্যমে সমিতি থেকে যারা লোন নিয়েছেন সবাইকে নিয়ম মাফিক মাসিক কিস্তি পরিশোধ করতে হবে এবং ব্যত্যয় ঘটলে ঋণ খেলাপীদের বিরুদ্ধে বন আইনে কঠোর ব্যবন্থা নেওয়া হবে।
প্রায় শতাধিক উপকার ভোগী নারী পুরুষ উক্ত প্রশিক্ষণ কর্মশালা অংশ গ্রহণ করেন।