ভাণ্ডারিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরনে সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:১৪:০৭ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪ ৪৩ বার পড়া হয়েছে
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার রাজপাশা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ধাওয়া ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরনে সভা অনুষ্ঠিত হয়েছে ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর- ২ আসনের মনোনয়ন প্রত্যাশি বিএনপি নেতা মো. মাহমুদ হোসেন মিয়া।
এর আগে নেতৃবৃন্দ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত এমদাদুল এর কবর জিয়ারত করেন এবং তার বাবা মায়ের সমবেদনা জানান। বিএনপি নেতা মাহমুদ হোসেন বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদদের শ্রদ্ধাভরে স্মরন রাখতে হবে ।
এ জীবন অনেক মূল্যবান টাকা দিয়ে জীবন কেনা যায় না। যারা নিজের রক্ত এদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে জাতী এদেরকে সারা জীবন মনে রাখবে তিনি আরও বলেন দলকে সু-সংগঠিত করতে হবে। নির্যাতিত কর্মীদের পাশে দাড়ানোর সময় এসেছে।
ধাওয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আঃ রশিদ খান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক যুবদল নেতা অ্যাডভোকেট মনিরুল ইসলাম। আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক মো. আলমগীর হোসেন, পৌর বিএনপির আহবায়ক আ. মান্নান হাওলাদার, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন বিপ্লব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. মিজানুর রহমান মিলন জোমাদ্দার, ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সভাপতি আঃ মালেক, সাবেক ছাত্রদল নেতা হানিফ আল খলিফা, মো. মিরাজুল হাওলাদার, শিক্ষক কেএম জামাল হায়দার,জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম রানা,আরমান হোসেন সোহাগ মৃধা, স্বেচ্ছাসেবক দল নেতা ওবায়দুর রহামান প্রমূখ।