ভান্ডারিয়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:৩৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪ ৬০ বার পড়া হয়েছে
পিরোজপুরের ভান্ডারিয়ায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) এর উদ্যোগে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর বাস্তবায়নে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
অভাব নয় সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ” ও দুর্নীতি দমনে প্রতিকার নয়, প্রতিরোধই শ্রেষ্ঠ পন্থা এই শিরোনামে বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অংশগ্রহণ করেন ।
বিদ্যালয় গুলো ভান্ডারিয়া বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়,ভান্ডারিয়া বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়,মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়,ভান্ডারিয়া থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয়,আছিয়া খাতুন উচ্চ বিদ্যালয়, উত্তর ভিটাবাড়িয়া নূরজাহান মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়,ভিটাবাড়িয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, ভিটাবাড়িয়া নূরজাহান হাবীব আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়।
অনুষ্ঠানে ভান্ডারিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ ফরিদ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন আরাফাত রান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভান্ডারিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমান উল্লাহ খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জহিরুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম মিলন প্রমুখ।
প্রতিযোগিতা অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সহকারি অধ্যাপক নুরুজ্জামান হাওলাদার , প্রভাষক ওমর ফারুক ও নাহিদুজ্জামান।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।
বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন ভিটাবাড়িয়া নুরজাহান হাবিব আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় ,দ্বিতীয় স্থান অধিকার করেছেন মজিদা বেগম মাধ্যমিক বিদ্যালয় ও শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হয়েছেন জয়িতা বসু।