ভারতীয় মহিষ ও বিপুল পরিমাণ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ
- আপডেট সময় : ০৩:২৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ ৯৭ বার পড়া হয়েছে
সীমান্তে চোরাচালান অনেকটা ওপেন সিক্রেট। প্রায় প্রতিদিনই বাংলাদেশ থেকে ভারতে ইলিশ পাচার এবং ভারত থেকে গরু-মহিষ, মোবাইল ফোনের স্মার্ট ডিসপ্লেসহ বিভিন্ন পণ্য আসছে।
উত্তরপূর্ব ভারতের সঙ্গে থাকা বিভিন্ন সীমান্ত পয়েন্টে অভিযান চালিয়ে বিভিন্ন চোরাই পণ্য উদ্ধার হয়েছে।
রোববার (১৫ সেপ্টেম্বর) আনুমানিক রাত ২টায় গোপন সংবাদ পেয়ে বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সিলেটের জৈন্তাপুর এবং সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে অভিযান চালিয়ে ১,১৬৬টি স্মার্ট মোবাইল ফোনের ডিসপ্লে ও ১৬টি ভারতীয় মহিষ জব্দ করে বিজিবি।
জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার চারশত টাকা। সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।