ময়মনসিংহ-ভৈরব রেলপথে বন্ধ লোকাল ট্রেন চালুর দাবি
- আপডেট সময় : ১১:১৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ ৬৩ বার পড়া হয়েছে
ময়মনসিংহ-ভৈরব রেলপথে করোনাকালীন সময়ে বন্ধ হওয়া ৩টি যাত্রীবাহী লোকাল ট্রেন পুনরায় চালুর দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় লোকজন। শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে ৫টায় ময়মনসিংহ রেলওয়ে জংশনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তব্য দেন আব্দুর রশিদ পলাশ, বিশ^জিৎ কুমার চন্দ, উজ্জল রবিদাস, সুলতান মিয়া প্রমুখ।
বক্তরা বলেন, ময়মনসিংহ-ভৈরব রেলপথে নিয়মিত চলাচলকারী ঈসা খা ও দুটি লোকাল ট্রেনে বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন অঞ্চলের শত শত যাত্রী স্বল্প ভাড়ায় প্রতিদিন বিভিন্ন গন্তব্যে যাতায়াত করতেন। প্রায় চার বছর ধরে এ লাইনে এ তিনটি ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রেখেছে রেলওয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ট্রেনগুলো বন্ধ থাকায় এ অঞ্চলের মানুষকে যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে।
এ রেলপথে ট্রেনগুলো বন্ধ থাকায় এ অঞ্চলের মানুষের ব্যবসা-বানিজ্য পরিচালনার ক্ষেত্রে স্থবিরতা দেখা দিয়েছে। বিকল্প সড়কপথে যাতায়াত করতে গিয়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে অহরহ প্রাণহানি ঘটছে। তাই সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে এ রেলপথে চলাচলকারী বন্ধ হওয়া ট্রেনগুলো দ্রুত চালু দাবি জানান তারা।