ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

রাজশাহীতে রাস্তায় মিললো এক বস্তা টাকা

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫০:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪ ১১৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

রাজশাহীতে রাস্তায় মিললো এক বস্তা টাকা। বস্তাটি উদ্ধারের পর তা থেকে পাওয়া যায় ১৮ লাখ টাকা। এসব টাকা থানায় জমা দেয় শিক্ষার্থীরা।

টাকার ব্যাগের সঙ্গে ১৮টি ছিদ্রর একটির সোনালি ধাতব বস্তুও রয়েছে। এটি কোনও সংকেত কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ বলছে, এই টাকা কোথা থেকে এসেছে তা তদন্ত করে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। রোববার (১৮ আগস্ট) ভোর ৫টা নাগাদ রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ভদ্রা এলাকার একটি গলির রাস্তায় টাকার বস্তাটি পড়ে ছিল। সকাল ১১টার দিকে কয়েকজন শিক্ষার্থী টাকাগুলো উদ্ধার করে থানায় জমা দেন।

এসময় নগরীর বড়কুঠি ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) এবং সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইকবাল হোসেনের উপস্থিতিতে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ টাকাগুলো তাদের কাছ থেকে বুঝে নেন।

থানায় টাকা জমা দিতে এসেছিলেন নাটোরের সিংড়ার রহমত ইকবাল ডিগ্রি কলেজের শিক্ষার্থী আকাশ আলীসহ কয়েকজন শিক্ষার্থী। তারা বর্তমানে ভদ্রা এলাকায় থাকেন।

শিক্ষার্থী আকাশ জানান, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাতভর নগরীর ভদ্রা এলাকায় অবস্থান করছিলেন তারা। রাতের ডিউটি শেষে ভোরে বাসায় ফিরছিলেন। এসময় গলির রাস্তায় ব্যাগটি পড়ে থাকতে দেখা যায়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজশাহীতে রাস্তায় মিললো এক বস্তা টাকা

আপডেট সময় : ০১:৫০:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪

 

রাজশাহীতে রাস্তায় মিললো এক বস্তা টাকা। বস্তাটি উদ্ধারের পর তা থেকে পাওয়া যায় ১৮ লাখ টাকা। এসব টাকা থানায় জমা দেয় শিক্ষার্থীরা।

টাকার ব্যাগের সঙ্গে ১৮টি ছিদ্রর একটির সোনালি ধাতব বস্তুও রয়েছে। এটি কোনও সংকেত কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ বলছে, এই টাকা কোথা থেকে এসেছে তা তদন্ত করে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। রোববার (১৮ আগস্ট) ভোর ৫টা নাগাদ রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ভদ্রা এলাকার একটি গলির রাস্তায় টাকার বস্তাটি পড়ে ছিল। সকাল ১১টার দিকে কয়েকজন শিক্ষার্থী টাকাগুলো উদ্ধার করে থানায় জমা দেন।

এসময় নগরীর বড়কুঠি ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) এবং সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইকবাল হোসেনের উপস্থিতিতে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ টাকাগুলো তাদের কাছ থেকে বুঝে নেন।

থানায় টাকা জমা দিতে এসেছিলেন নাটোরের সিংড়ার রহমত ইকবাল ডিগ্রি কলেজের শিক্ষার্থী আকাশ আলীসহ কয়েকজন শিক্ষার্থী। তারা বর্তমানে ভদ্রা এলাকায় থাকেন।

শিক্ষার্থী আকাশ জানান, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাতভর নগরীর ভদ্রা এলাকায় অবস্থান করছিলেন তারা। রাতের ডিউটি শেষে ভোরে বাসায় ফিরছিলেন। এসময় গলির রাস্তায় ব্যাগটি পড়ে থাকতে দেখা যায়।