সংবাদ শিরোনাম ::
শেরপুর জেলা বিএনপির ২৫ নেতাকর্মী কারাগারে
মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি
- আপডেট সময় : ০৭:৩৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪ ২০১ বার পড়া হয়েছে
শেরপুরের জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলসহ ২৫ নেতাকর্মীকে শেরপুর কারাগারে পাঠিয়েছে আদালত। বিষ্ফোরণ আইনে দায়ের করা চার মামলায় (২০ মার্চ) বুধবার হাজিরা দিতে আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে এসব মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন নেতাকর্মীরা।
শেরপুর জেলার শ্রীবরদী ও ঝিনাইগাতী থানা পুলিশ বাদী হয়ে বিস্ফোরণ আইনে জেলা বিএনপির সভাপতি ও শ্রীবরদী-ঝিনাইগাতী আসনের সাবেক এমপি মাহমুদুল হক রুবেলকে প্রধান আসামী করে ৪টি মামলা দায়ের করে পুলিশ।
হাইকোর্ট থেকে বিভিন্ন মেয়াদে জামিনে ছিলেন তারা। জামিনের মেয়াদ শেষে বুধবার শেরপুরের জুডিশিয়াল আদালতে হাজির হয়ে ৪ মামলার জামিনের আবেদন করেন মাহমুদুল হক রুবেলসহ ২৫ নেতাকর্মী।