ঢাকা ০১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
সংবাদ শিরোনাম ::

সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে হবে: নিগার সুলতানা রাণী

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ০২:৪৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪ ২৬০ বার পড়া হয়েছে

নিগার সুলতানা রাণী

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

ছাত্র-জনতার বিজয়কে স্বাগত জানান তিনি। বলেন, রক্তের বিনিময়ে অর্জিত এই বিজয়ের শক্তিকে ধারণ করে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমাদের পথ চলতে হবে।

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে আন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে প্রস্তাব করায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের অভিন্দন জানান।
গণমুক্তির সঙ্গে আলাপকালে এ কথা বলেন, বাংলাদেশ অর্থনৈতিক সমিতির লাইভ মেম্বার, বিশিষ্ট সমাজ ও সাংস্কৃতিককর্মী এবং জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা রাণী।

তিনি বলেন, দীর্ঘ সময়ের সাধারণ মানুষের দাবি ছিলো সরকারের পদত্যাগ। ছাত্র আন্দোলনের শুরুতেই দেশের সাধারণ মানুষের সম্পৃক্ততা বাড়তে থাকে। এক পর্যায়ে শিক্ষার্থীদের ডাকে ঘর ছেড়ে রাজপথে নেমে আসে সাধারণ মানুষ।

রোববার আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের মাঠে নামিয়ে দিয়ে নির্বিচারে মানুষ হত্যা করা হয়েছে। যা কি না কোন সচেতন মানুষের কাম্য ছিলো না। নিগার সুলতানা বলেন, শিক্ষার্থীদের এই আন্দোলন থামিয়ে দিতে যারপর নাই চেষ্টা করেছে হাসিনা সরকার। কিন্তু জনতার একদফা আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হয়েছে শেখ হাসিনা।

তিনি বলেন, যারা হাসিনা সরকারকে ক্ষমতায় আসতে সহযোগিতা করেছে, তারা যেন অন্তর্বর্তীকালীন সরকারে স্থান না পায়, সেই বিষয়ে সচেতন থাকার আহ্বানও রাখেন তিনি।

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হলে আন্তর্জাতিক সমর্থন ও সহযোগিতা বাড়বে বলে করেন তিনি। বলেন, বিশ্বে ড. ইউনূসের একটা গ্রহণযোগ্যতা রয়েছে।

একজন আন্তর্জাতিকখ্যাতি সম্পন্ন অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনূস বাংলাদেশের সম্পদই নয়। তার নোবেল জয়ে মধ্য দিয়ে বাংলাদেশের ভাবমূর্তি বিশ্ব দরবারে গর্বিত উপস্থিতি। তার নেতৃত্বে আন্তর্বর্তীকালীন সরকার একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারবে এমন প্রত্যাশা করেন নিগার সুলতানা রাণীর।

 

 

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে হবে: নিগার সুলতানা রাণী

আপডেট সময় : ০২:৪৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪

 

ছাত্র-জনতার বিজয়কে স্বাগত জানান তিনি। বলেন, রক্তের বিনিময়ে অর্জিত এই বিজয়ের শক্তিকে ধারণ করে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমাদের পথ চলতে হবে।

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে আন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে প্রস্তাব করায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের অভিন্দন জানান।
গণমুক্তির সঙ্গে আলাপকালে এ কথা বলেন, বাংলাদেশ অর্থনৈতিক সমিতির লাইভ মেম্বার, বিশিষ্ট সমাজ ও সাংস্কৃতিককর্মী এবং জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা রাণী।

তিনি বলেন, দীর্ঘ সময়ের সাধারণ মানুষের দাবি ছিলো সরকারের পদত্যাগ। ছাত্র আন্দোলনের শুরুতেই দেশের সাধারণ মানুষের সম্পৃক্ততা বাড়তে থাকে। এক পর্যায়ে শিক্ষার্থীদের ডাকে ঘর ছেড়ে রাজপথে নেমে আসে সাধারণ মানুষ।

রোববার আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের মাঠে নামিয়ে দিয়ে নির্বিচারে মানুষ হত্যা করা হয়েছে। যা কি না কোন সচেতন মানুষের কাম্য ছিলো না। নিগার সুলতানা বলেন, শিক্ষার্থীদের এই আন্দোলন থামিয়ে দিতে যারপর নাই চেষ্টা করেছে হাসিনা সরকার। কিন্তু জনতার একদফা আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হয়েছে শেখ হাসিনা।

তিনি বলেন, যারা হাসিনা সরকারকে ক্ষমতায় আসতে সহযোগিতা করেছে, তারা যেন অন্তর্বর্তীকালীন সরকারে স্থান না পায়, সেই বিষয়ে সচেতন থাকার আহ্বানও রাখেন তিনি।

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হলে আন্তর্জাতিক সমর্থন ও সহযোগিতা বাড়বে বলে করেন তিনি। বলেন, বিশ্বে ড. ইউনূসের একটা গ্রহণযোগ্যতা রয়েছে।

একজন আন্তর্জাতিকখ্যাতি সম্পন্ন অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনূস বাংলাদেশের সম্পদই নয়। তার নোবেল জয়ে মধ্য দিয়ে বাংলাদেশের ভাবমূর্তি বিশ্ব দরবারে গর্বিত উপস্থিতি। তার নেতৃত্বে আন্তর্বর্তীকালীন সরকার একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারবে এমন প্রত্যাশা করেন নিগার সুলতানা রাণীর।