ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

মা‌টিরাঙ্গায় বাবা‌-মাকে কুপিয়ে জখম, আটক মাদকাসক্ত ছে‌লে

খাগড়াছড়ি প্রতিনিধি
  • আপডেট সময় : ১৩৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
খাগড়াছ‌ড়ি পার্বত্য জেলার মা‌টিরাঙ্গায় বাবা‌-মাকে কু‌পি‌য়ে জখম করে‌ছে আবুল কালাম আজাদ(৩৫) না‌মে এক মাদকাসক্ত ছে‌লে। শুক্রবার (০৭ মার্চ) রা‌তে উপ‌জেলার বেলছ‌ড়ি ইউ‌নিয়নের ক্যাম্পটিলা নামক এলাকায় এ ঘটনা ঘ‌টে।
জানা যায়, রাত আনুমানিক ১টার দি‌কে আবুল কালাম আজাদ বাড়িতে ফিরে নেশার টাকার জন্য বাবা-মাকে চাপ দেয়। টাকা দি‌তে অপারগতা প্রকাশ কর‌লে একপর্যায়ে ক্ষিপ্ত হ‌য়ে সে ধারা‌লো দা দি‌য়ে এ‌লোপাতা‌ড়ি কুপিয়ে বাবা আব্দুর রহিম(৬৫) ও মা আমিনা বেগম(৬০)কে গুরুতর জখম করে। বাবা আব্দুর রহিমের মাথা, দুই হাত ও বাম কাঁ‌ধ এবং মা আমিনার ঘাড়ে ও চোখের ভ্রুতে মারাত্মক কো‌পের আঘাত র‌য়ে‌ছে।
স্থানীয়রা তা‌দের উদ্ধার ক‌রে মা‌টিরাঙ্গা হাসপাতা‌লে নি‌য়ে গে‌লে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথ‌মিক চি‌কিৎসা শে‌ষে উন্নত চি‌কিৎসার জন্য তাদেরকে চট্টগ্রাম মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে প্রেরণ করা হয়।  এ‌দি‌কে, ঘটনার পর স্থানীয় ও আত্মীয়স্বজনরা অ‌ভিযুক্ত আজাদকে আটক ক‌রে থানায় খবর দি‌লে পু‌লিশ তা‌কে গ্রেফতার ক‌রে। মা‌টিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. তৌ‌ফিকুল ইসলাম তৌ‌ফিক ঘটনার বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মা‌টিরাঙ্গায় বাবা‌-মাকে কুপিয়ে জখম, আটক মাদকাসক্ত ছে‌লে

আপডেট সময় :
খাগড়াছ‌ড়ি পার্বত্য জেলার মা‌টিরাঙ্গায় বাবা‌-মাকে কু‌পি‌য়ে জখম করে‌ছে আবুল কালাম আজাদ(৩৫) না‌মে এক মাদকাসক্ত ছে‌লে। শুক্রবার (০৭ মার্চ) রা‌তে উপ‌জেলার বেলছ‌ড়ি ইউ‌নিয়নের ক্যাম্পটিলা নামক এলাকায় এ ঘটনা ঘ‌টে।
জানা যায়, রাত আনুমানিক ১টার দি‌কে আবুল কালাম আজাদ বাড়িতে ফিরে নেশার টাকার জন্য বাবা-মাকে চাপ দেয়। টাকা দি‌তে অপারগতা প্রকাশ কর‌লে একপর্যায়ে ক্ষিপ্ত হ‌য়ে সে ধারা‌লো দা দি‌য়ে এ‌লোপাতা‌ড়ি কুপিয়ে বাবা আব্দুর রহিম(৬৫) ও মা আমিনা বেগম(৬০)কে গুরুতর জখম করে। বাবা আব্দুর রহিমের মাথা, দুই হাত ও বাম কাঁ‌ধ এবং মা আমিনার ঘাড়ে ও চোখের ভ্রুতে মারাত্মক কো‌পের আঘাত র‌য়ে‌ছে।
স্থানীয়রা তা‌দের উদ্ধার ক‌রে মা‌টিরাঙ্গা হাসপাতা‌লে নি‌য়ে গে‌লে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথ‌মিক চি‌কিৎসা শে‌ষে উন্নত চি‌কিৎসার জন্য তাদেরকে চট্টগ্রাম মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে প্রেরণ করা হয়।  এ‌দি‌কে, ঘটনার পর স্থানীয় ও আত্মীয়স্বজনরা অ‌ভিযুক্ত আজাদকে আটক ক‌রে থানায় খবর দি‌লে পু‌লিশ তা‌কে গ্রেফতার ক‌রে। মা‌টিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. তৌ‌ফিকুল ইসলাম তৌ‌ফিক ঘটনার বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেছেন।