আশুলিয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে এলাকায় উত্তেজনা

- আপডেট সময় : ১২ বার পড়া হয়েছে
আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক জাফর হোসেন এর বিরুদ্ধে মিথ্যা মামলা ও মিথ্যা নিউজের প্রতিবাদে এলাকাবাসী ক্ষুব্ধ।
আজ রোববার (২৭-০৭-২৫) ইং সকালে আশুলিয়া থানার পাথালিযা ইউনিয়নের সিন্দুরিয়া ও বোয়ালিয়া পাড়া তিনরাস্তা মোড়ে এ প্রতিবাদ জানায় এলাকাবাসী।
সরজমিনে গেলে দেখাযায় দক্ষিণ সিন্দুরিয়া মৌজার, এসএ দাগ -১১৫, আর এস দাগ ১৪০, জমির পরিমান ৪ শতাংশ, বিআরএস দাগের মালিক আব্দুল ওয়াহাব আলী, যাহা বিক্রি করেজাফর হোসেনের নিকট, অন্য দিকে ১৩৯ দাগের জমির মালিক তমিজ উদ্দিন, এ নিয়ে স্থানীয় ভাবে কয়েক বার বসার পরেও তমিজ উদ্দিন বিভিন্ন ভাবে হয়রানি করে যাচ্ছে ,,
এই ৪ শতাংশ জমির প্লট কে কেন্দ্র করিয়া স্থানীয় আওয়মিলীগ সমর্থীত সুবিধাবাদী তমিজ উদ্দিন ও জাফরের মধ্যে দির্গদিনের কোন্দল চলছিল সেই শক্রতার জের ধরে টাকার বিনিময়ে ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক জাফর হোসেন কে ৫ই আগস্ট পরবর্তী সময়ে একটি মিথ্যা মামলায় নাম ঢুকিয়ে দেয় এবং এ নিয়ে তমিজ উদ্দিন জাফরের বিরুদ্ধে মিডিয়ায় মিথ্যা নিউজ করায় এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ বিষে ভুক্তভুগী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক জাফর হোসেন বলেন আমি গত ১৭ বছর মামরা হামলার শিকার হয়ে ঝরঝরিত, জেল খেটেছি বহুবার অথচ ৫ ই আগস্টের আবার মিথ্যা মালার শিকার হয়েছি যাহা স্থানীয় তমিজ উদ্দিন করিয়েছে, আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন মামলা এবং জমি সংক্রান্ত বিষয় নিয়ে মিথ্যা সংবাদের ভিত্তিতে উক্ত ঘটনা সামনে আসে তাই আজ আমার বিষয়টি নিয়ে এলাকাবাসীর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছে।
এ বিষয়ে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, ওবায়দুল হক পিতা আব্দুল নবী,মজিবর রহমান পিতা মৃত কাইমা মাদবর, মজিবর রহমান পিতা মৃত আজিমুদ্দিন,আব্দুস সালাম মুক্তার পিতা কাদের দেওয়ান,ওয়াহাব আলী পিতা মৃত বাচ্চু মিয়া, আনোয়ার হোসেন পিতা আওলাদ হোসেন, জানায় বিগত স্বৈরাচার শাসনামল থেকেই অনেক হামলা মামলার শিকার হয়েছে জাফর অথচ কিছু অসাধু লোকজন মিথ্যা মামলা ও মিথ্যা সংবাদ প্রচার করে এলাকারয় ও দলীয় ভাবে তার ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। জাফর হোসেন একজন বিএনপির আদর্শ ও ত্যাগী নেতা এবং এলাকার মধ্যে তার যথেষ্ট সুনাম রয়েছে।
এ বিষয়ে ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক হোসেন বলেন জাফরের বিরুদ্ধে মামলা ও মিথ্যা সংবাদ অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা প্রকাশ করছি এবং অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠুর শাস্তির দাবি জানাচ্ছি।