ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
সংবাদ শিরোনাম ::
Logo অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো Logo অর্থ উপদেষ্টার দৃষ্টিতে আলুর দাম বাড়লেও অন্যগুলো সাশ্রয়ী Logo প্রভাবমুক্ত থেকে ন্যায়নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গিকার Logo ভারতের আগ্রাসনের প্রতিবাদে সাবেক পুলিশ কর্মকর্তাদের বিক্ষোভ, ৬ দাবি Logo ভারতীয় মিডিয়ায় ইসকন সদস্যের ওপর হামলার সংবাদ মিথ্যা Logo ৫ মাস পর ভারতে ফিরে গেলো মিতালি এক্সপ্রেস Logo সরকার নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে: আসিফ মাহমুদ Logo ষড়যন্ত্রকারীদের চোখ রাঙানি মানুষ পরোয়া করে না: জামায়াত আমির Logo দিল্লির কাছে আত্মসমর্পণের রক্ত আমাদের নেই: রিজভী Logo মওলানা ভাসানীর ১৪৪তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা  : বাংলাদেশ ন্যাপ

ঘূর্ণিঝড় রেমেলের তান্ডবে ১০ জনের মৃত্যু, দেড় লাখ ঘড়বাড়ি ক্ষতিগ্রস্ত

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ০৫:৩১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪ ২৫৭ বার পড়া হয়েছে

মো. মহিববুর রহমান

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিধ্বংসী ঘূর্ণিঝড় রেমেলের তান্ডবে ১০ জনের মৃত্যু হয়েছে। বিধ্বস্ত হয়েছে দেড় লাখ বাড়িঘর। জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে কিস্তৃর্ণ অঞ্চল।

সোমবার (২৭ মে) অপরাহ্নে ঘূর্ণিঝড় রেমেলে ক্ষযক্ষতি এবং পরবর্তী ব্যবস্থা নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান।

ঘুর্ণিঝড় রেমেল এখন গভীর স্থল নিম্ন চাপে পরিণত হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকায় ব্যাপক বৃষ্টিপাতসহ ঝড়ো হাওয়া বইছে। ঢাকায় সোমবার ভোররাত থেকে বিকাল পর্যন্ত ১২০ মিলিমিটার বৃষ্টিাপাত রেকর্ড করা হয়েছে।

প্রতিমন্ত্রী খুলনা, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী, ভোলা ও চট্টগ্রামে মোট ১০ জনের মৃত্যুর খবর দেন।

প্রতিমন্ত্রী জানান, ঘূর্ণিঝড়ে মোট ১৯টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলাগুলোর মধ্যে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ঝালকাঠি, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, ভোলা, ফেনী, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষীপুর, চাদপুর, নড়াইল, গোপালগঞ্জ, শরীয়তপুর এবং যশোর। ক্ষতিগ্রস্ত উপজেলার সংখ্যা ১০৭টি এবং ইউনিয়ন ও পৌরসভার সংখ্যা ৯১৪টি।

 

মো. মহিববুর রহমান বলেন, ঘূর্ণিঝড়ে ৩৭ লাখ ৫৮ হাজার ৯৬ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে ৩৫ হাজার ৪৮৩টি ঘরবাড়ি এবং আংশিক বিধ্বস্ত হয়েছে এক লাখ ১৪ হাজার ৯৯২টি।

প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় সতর্কবার্তার প্রেক্ষিতে উপকূলীয় এলাকাগুলোতে ৯ হাজার ৪২৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্র ও স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে ৮ লাখের বেশি লোক আশ্রয় নিয়েছেন। গরু-মহিষ, ছাগল-ভেড়াসহ আশ্রিত পশুর সংখ্যা ৫২ হাজার ১৪৬টি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঘূর্ণিঝড় রেমেলের তান্ডবে ১০ জনের মৃত্যু, দেড় লাখ ঘড়বাড়ি ক্ষতিগ্রস্ত

আপডেট সময় : ০৫:৩১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪

বিধ্বংসী ঘূর্ণিঝড় রেমেলের তান্ডবে ১০ জনের মৃত্যু হয়েছে। বিধ্বস্ত হয়েছে দেড় লাখ বাড়িঘর। জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে কিস্তৃর্ণ অঞ্চল।

সোমবার (২৭ মে) অপরাহ্নে ঘূর্ণিঝড় রেমেলে ক্ষযক্ষতি এবং পরবর্তী ব্যবস্থা নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান।

ঘুর্ণিঝড় রেমেল এখন গভীর স্থল নিম্ন চাপে পরিণত হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকায় ব্যাপক বৃষ্টিপাতসহ ঝড়ো হাওয়া বইছে। ঢাকায় সোমবার ভোররাত থেকে বিকাল পর্যন্ত ১২০ মিলিমিটার বৃষ্টিাপাত রেকর্ড করা হয়েছে।

প্রতিমন্ত্রী খুলনা, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী, ভোলা ও চট্টগ্রামে মোট ১০ জনের মৃত্যুর খবর দেন।

প্রতিমন্ত্রী জানান, ঘূর্ণিঝড়ে মোট ১৯টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলাগুলোর মধ্যে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ঝালকাঠি, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, ভোলা, ফেনী, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষীপুর, চাদপুর, নড়াইল, গোপালগঞ্জ, শরীয়তপুর এবং যশোর। ক্ষতিগ্রস্ত উপজেলার সংখ্যা ১০৭টি এবং ইউনিয়ন ও পৌরসভার সংখ্যা ৯১৪টি।

 

মো. মহিববুর রহমান বলেন, ঘূর্ণিঝড়ে ৩৭ লাখ ৫৮ হাজার ৯৬ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে ৩৫ হাজার ৪৮৩টি ঘরবাড়ি এবং আংশিক বিধ্বস্ত হয়েছে এক লাখ ১৪ হাজার ৯৯২টি।

প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় সতর্কবার্তার প্রেক্ষিতে উপকূলীয় এলাকাগুলোতে ৯ হাজার ৪২৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্র ও স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে ৮ লাখের বেশি লোক আশ্রয় নিয়েছেন। গরু-মহিষ, ছাগল-ভেড়াসহ আশ্রিত পশুর সংখ্যা ৫২ হাজার ১৪৬টি।