ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

ছুটির দিন শুক্রবারও চলবে মেট্রোরেল

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ০৪:০৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪ ৪৫ বার পড়া হয়েছে

মেট্রোরেল ফাইল ছবি

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

সপ্তাজুড়ে চলবে মেট্রোরেল।  এখন আর সাপ্তাহিক বন্ধে গা ভাসাবে মেট্রো। শুক্রবারও যাত্রীসেবার প্রস্তুতি নিচ্ছে স্মার্ট গণপরিবহন মেট্রো।
প্রাথমিকভাবে বেলা ৩টার পর চলাচলের বিষয়ে ভাবা হচ্ছে।

সকালের দিকে যাত্রী কম থাকায় শুক্রবার দুপুর ৩টা থেকে রাত পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে। উত্তরা উত্তর থেকে মতিঝিল শেষ ট্রেন ছাড়বে রাত ৮টা ৩৩ মিনিটে এবং মতিঝিল থেকে উত্তরার শেষ ট্রেনটি রাত ৯টা ১৩ মিনিটে ছাড়বে।

ছুটির দিনে সকালে যাত্রী কম থাকার ভাবনা থেকেই বিকালে ট্রেন চলাচল শুরু করবে। সোমবার (২ সেপ্টেম্বর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) একাধিক কর্মকর্তা বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট উপদেষ্টার সঙ্গে নিয়ে আলাপ হয়েছে। তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। হলে জানতে পারবেন। তবে দ্রুতই আমরা চালু করতে যাচ্ছি।

ডিএমটিসিএল সূত্র বলছে, শুক্রবার মেট্রোরেল চালুর বিষয়টি নিশ্চিত এবং এটি শুরু হতে খুব বেশি সময় লাগবে না। ইতোমধ্যে স্টেশন কন্ট্রোলার, ট্রেন অপারেটরসহ অন্য যেসব কর্মী কাজ করবেন তাদের ডিউটির জন্য রোস্টার তৈরিও নির্দেশও দেওয়া হয়েছে।

এ বিষয়ে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা ওইটা নিয়ে কাজ করছি। আজও আমরা ভিজিটে যাবো। আমাদের আরেকটু সময় দিতে হবে। শুক্রবারের পুরো স্টিস্টেমটা সাজাতে হবে তো। আমরা চালুর বিষয়ে কাজ করছি, এইটুকু আপাতত বলতে পারি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ছুটির দিন শুক্রবারও চলবে মেট্রোরেল

আপডেট সময় : ০৪:০৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪

 

সপ্তাজুড়ে চলবে মেট্রোরেল।  এখন আর সাপ্তাহিক বন্ধে গা ভাসাবে মেট্রো। শুক্রবারও যাত্রীসেবার প্রস্তুতি নিচ্ছে স্মার্ট গণপরিবহন মেট্রো।
প্রাথমিকভাবে বেলা ৩টার পর চলাচলের বিষয়ে ভাবা হচ্ছে।

সকালের দিকে যাত্রী কম থাকায় শুক্রবার দুপুর ৩টা থেকে রাত পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে। উত্তরা উত্তর থেকে মতিঝিল শেষ ট্রেন ছাড়বে রাত ৮টা ৩৩ মিনিটে এবং মতিঝিল থেকে উত্তরার শেষ ট্রেনটি রাত ৯টা ১৩ মিনিটে ছাড়বে।

ছুটির দিনে সকালে যাত্রী কম থাকার ভাবনা থেকেই বিকালে ট্রেন চলাচল শুরু করবে। সোমবার (২ সেপ্টেম্বর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) একাধিক কর্মকর্তা বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট উপদেষ্টার সঙ্গে নিয়ে আলাপ হয়েছে। তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। হলে জানতে পারবেন। তবে দ্রুতই আমরা চালু করতে যাচ্ছি।

ডিএমটিসিএল সূত্র বলছে, শুক্রবার মেট্রোরেল চালুর বিষয়টি নিশ্চিত এবং এটি শুরু হতে খুব বেশি সময় লাগবে না। ইতোমধ্যে স্টেশন কন্ট্রোলার, ট্রেন অপারেটরসহ অন্য যেসব কর্মী কাজ করবেন তাদের ডিউটির জন্য রোস্টার তৈরিও নির্দেশও দেওয়া হয়েছে।

এ বিষয়ে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা ওইটা নিয়ে কাজ করছি। আজও আমরা ভিজিটে যাবো। আমাদের আরেকটু সময় দিতে হবে। শুক্রবারের পুরো স্টিস্টেমটা সাজাতে হবে তো। আমরা চালুর বিষয়ে কাজ করছি, এইটুকু আপাতত বলতে পারি।