ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo মেরিন ইঞ্জিনিয়ার হত্যা মামলার আসামী স্ত্রী, বিচারের দাবিতে মায়ের আকুতি Logo বাগেরহাট ফিল্ম সোসাইটির বনি সভাপতি ও রোমেল সম্পাদক নির্বাচিত Logo আমরা শিশুটির হত্যার বিচার দ্রুত কার্যকর দেখতে চাই Logo জাতিসংঘ মহাসচিবের সঙ্গে দেশের বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের গোলটেবিল বৈঠকে Logo বসুন্ধরা টয়লেট্রিজে ৪০ শতাংশ ছাড় Logo রমজানে গ্যাস্ট্রিক ও আলসার রোগীর স্বাস্থ্যের সমস্যা ” সুস্থতার জন্য করনীয় ও বর্জনীয়  Logo মধুখালীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন Logo শাহজাদপুরে ধর্ষণের শিকার চার বছরের শিশু সুমাইয়া মুমূর্ষু অবস্থায় ভর্তি হাসপাতালে  Logo নার্সকে ধর্ষণের অভিযোগে মাদারীপুরের শিবচরে ক্লিনিক মালিক গ্রেফতার Logo কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে ভারত থেকে পাচার হওয়া অস্ত্র ও গোলাবারুদ আটক

ডিএসসিসির পরিচালনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ০৬:২৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪ ১৩৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা লক্ষ্যে গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকালে ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনের বুড়িগঙ্গা হলে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় কমিটির সভাপতি ও ডিএসসিসির প্রশাসক মো. নজরুল ইসলাম বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে বিদ্যমান পরিস্থিতিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সরকার ২৫ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করেছে। কমিটির মাধ্যমে এই করপোরেশন পরিচালনার জন্য আপনাদের ওপর গুরু দায়িত্ব অর্পণ করা হয়েছে। তাই, আপনাদের সকলের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে লক্ষ্যে আজকের এই সভা আহবান করা হয়েছে। আমি আপনাদের সকলের অব্যাহত সহযোগিতা ও সুচিন্তিত মতামত কামনা করছি।

পরবর্তীতে কমিটির সদস্যবৃন্দ ২০২৪-২৫ অর্থবছরের বাজেট বাস্তবায়নের পাশাপাশি চলমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্ব স্ব মতামত ব্যক্ত করেন। এ সময় কমিটির সদস্যবৃন্দ বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারে কঠোর নজরদারির ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও সড়ক বাতির সচলতার (জ্বালানো) ওপর জোর দেওয়ার পাশাপাশি বন্ধ বা নষ্ট হওয়া সড়ক বাতিগুলো যেন যথাসময়ে সংস্কার বা পরিবর্তনের ওপর জোর দেয়।

ডিএসসিসির সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞার সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা ও কমিটির সদস্য-সচিব মো. মিজানুর রহমান, প্রধান প্রকৌশলী মো. আমিনুল ইসলাম, দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক( ত্রাণ) মো. আসাদুজ্জামান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য (অর্থ) অঞ্জনা খান মজলিশ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক মমিন উদ্দিন, ঢাকা জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ফারজানা জামান, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) হেলালুজ্জামান সরকার, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপপরিচালক ডা. শামীম রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. এ.বি.এম. আবু হানিফ(প্রশাসন), এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী এনামুল হক,

ডিএমপির ডেপুটি পুলিশ কমিশনার(অপারেশনস) রফিকুল ইসলাম স্থানীয় সরকার, স্থানীয় সরকারের ঢাকা বিভাগের উপপরিচালক মেহেদী হাসান, ঢাকা ওয়াসার পরিচালক মোহাম্মদ সেলীম, স্থাপত্য অধিদপ্তরের অতিরিক্ত প্রধান স্থপতি আসিফুর রহমান ভূঁইয়া, সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক শহীদুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক নূরুল আমিনসহ কমিটির সদস্যবর্গ এবং করপোরেশনের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও তত্ত্বাবধায়ক প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ যে, গত ২৬ সেপ্টেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫(ক)(২) মোতাবেক সরকার ২৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডিএসসিসির পরিচালনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:২৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪

 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা লক্ষ্যে গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকালে ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনের বুড়িগঙ্গা হলে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় কমিটির সভাপতি ও ডিএসসিসির প্রশাসক মো. নজরুল ইসলাম বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে বিদ্যমান পরিস্থিতিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সরকার ২৫ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করেছে। কমিটির মাধ্যমে এই করপোরেশন পরিচালনার জন্য আপনাদের ওপর গুরু দায়িত্ব অর্পণ করা হয়েছে। তাই, আপনাদের সকলের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে লক্ষ্যে আজকের এই সভা আহবান করা হয়েছে। আমি আপনাদের সকলের অব্যাহত সহযোগিতা ও সুচিন্তিত মতামত কামনা করছি।

পরবর্তীতে কমিটির সদস্যবৃন্দ ২০২৪-২৫ অর্থবছরের বাজেট বাস্তবায়নের পাশাপাশি চলমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্ব স্ব মতামত ব্যক্ত করেন। এ সময় কমিটির সদস্যবৃন্দ বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারে কঠোর নজরদারির ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও সড়ক বাতির সচলতার (জ্বালানো) ওপর জোর দেওয়ার পাশাপাশি বন্ধ বা নষ্ট হওয়া সড়ক বাতিগুলো যেন যথাসময়ে সংস্কার বা পরিবর্তনের ওপর জোর দেয়।

ডিএসসিসির সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞার সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা ও কমিটির সদস্য-সচিব মো. মিজানুর রহমান, প্রধান প্রকৌশলী মো. আমিনুল ইসলাম, দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক( ত্রাণ) মো. আসাদুজ্জামান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য (অর্থ) অঞ্জনা খান মজলিশ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক মমিন উদ্দিন, ঢাকা জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ফারজানা জামান, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) হেলালুজ্জামান সরকার, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপপরিচালক ডা. শামীম রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. এ.বি.এম. আবু হানিফ(প্রশাসন), এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী এনামুল হক,

ডিএমপির ডেপুটি পুলিশ কমিশনার(অপারেশনস) রফিকুল ইসলাম স্থানীয় সরকার, স্থানীয় সরকারের ঢাকা বিভাগের উপপরিচালক মেহেদী হাসান, ঢাকা ওয়াসার পরিচালক মোহাম্মদ সেলীম, স্থাপত্য অধিদপ্তরের অতিরিক্ত প্রধান স্থপতি আসিফুর রহমান ভূঁইয়া, সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক শহীদুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক নূরুল আমিনসহ কমিটির সদস্যবর্গ এবং করপোরেশনের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও তত্ত্বাবধায়ক প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ যে, গত ২৬ সেপ্টেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫(ক)(২) মোতাবেক সরকার ২৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে।