নিরাপদ ভবিষ্যৎ গড়তে শব্দ নিয়ন্ত্রণ করতে হবে: পরিবেশ উপদেষ্টা
- আপডেট সময় : ০৮:১২:২৪ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ ৯৪ বার পড়া হয়েছে
নিরাপদ ভবিষ্যৎ গড়তে শব্দ নিয়ন্ত্রণ করতে হবে। যানবাহনের অসচেতন চারকরা অযথা গাড়ির হর্ণ বাড়িয়ে শব্দদূষনের সৃষ্টি কওে থাকেন। এ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। যানবাহন সংশ্লিষ্টদের দায়িত্ব চালকদের সচেতন করা। প্রয়োজন ছাড়া বাস, ট্রাকসহ বিভিন্ন যানবহনের হর্ণ বাজানো থেকে বিরত থেকে গাড়িতে মানুষের স্বাস্থ্যহানি রোধ করা সম্ভব হবে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এবং ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমির প্রশিক্ষকদের শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
পরিবেশ উপদেষ্টা আরও বলেন, রেড লাইট থেকে গ্রিন লাইটে আসলেই সব গাড়ি হর্ন বাজানো শুরু করে। এটা উচিত নয়। হর্ন বাজানোর আগে ভাবতে হবে, এটি জরুরি কিনা। সকল ড্রাইভারকে হর্ন না বাজানোর জন্য সচেতন করতে হবে। বিশেষ করে, বাচ্চাদের স্কুলে নেওয়ার সময় রিকশায় যে শব্দ হয়, তাতে অনেক সময় কানের সমস্যা হতে পারে।
তিনি আরও বলেন, ইসলাম ধর্মে উচ্চস্বরে নয়, নিচু করে কথা বলার পরামর্শ দেয়া হয়েছে। এমনভাবে কথা বলতে হবে যাতে মানুষের বিরক্তির কারণ না হয়। আমরা মনে করি যে যত জোরে কথা বলতে পারি, সে তত শক্তিশালী। কিন্তু আসলে যুক্তিপূর্ণ কথা বলাই আসল ক্ষমতা। আমাদের ব্যক্তিগত পর্যায়ে পরিবর্তন আনলেই সমাজে ও রাষ্ট্রে পরিবর্তন আনা সম্ভব।
প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিবেশ মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের পরিচালক প্রমুখ।