ঢাকা ১০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪
সংবাদ শিরোনাম ::

পরিবেশবান্ধব সোনালী ব্যাগের বহুল ব্যবহারের উদ্যোগ নেয়া হবে : উপদেষ্টা

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ০৯:৫৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ ৪০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

নৌ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, পরিবেশবান্ধব সোনালী ব্যাগের বহুল ব্যবহারের উদ্যোগ নেয়া হবে। এ বিষয়ে অন্যান্য মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে কার্যকর পদক্ষেপ গ্রহণের পদক্ষেপ নেওয়া হবে। নৌপরিবহন উপদেষ্টা দেশের রপ্তানি বাণিজ্য ও বন্দর কার্যক্রমে শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশের ভূমিকা তুলে ধরেন।

উপদেষ্টার সাথে নৌপরিবহন ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের সাথে শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশ এবং বিএসটিএমপিআইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাতকালে একথা বলেন।

উপদেষ্টা এম সাখাওয়াত দেশের টেক্সটাইল খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ও চিহ্নিত দিকগুলো নিয়ে কাজ করার আশ্বাস প্রদান করেন। এ খাতের বিকাশে বস্ত্র ও পাট উপদেষ্টা সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের বোর্ডে একজন শিপার্স প্রতিনিধি অন্তর্ভুক্তির বিষয়টি যৌক্তিক তা বিবেচনার জন্য ভারপ্রাপ্ত সচিবকে নির্দেশনা প্রদান করেন। এসময় দেশের রপ্তানি বাণিজ্য ও বন্দর কার্যক্রমে শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশের ভূমিকা তুলে ধরেন। চেয়ারম্যান রেজাউল করিম পাট থেকে তৈরি সোনালী ব্যাগের ভূয়সী প্রশংসা করেন।

রোববার (৮ সেপ্টেম্বর) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের সাথে বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল এন্ড পাওয়ারলুম ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের (বিএসটিএমপিআইএ) এবং শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশ সৌজন্য সাক্ষাত করেন।

সাক্ষাতে বিএসটিএমপিআইএ এর সভাপতি হামিদুল হক খোকন টেক্সটাইল শিল্পের বিকাশ ও আধুনিকায়নে বিনিয়োগ বৃদ্ধির জন্য তহবিল গঠনের নীতি প্রণয়নের বিষয় নিয়ে আলোচনা করেন। এক্ষেত্রে ব্যাংক সুদের হার কমানোর জন্য অর্থ মন্ত্রণালয়কে সুপারিশ করতে অনুরোধ জানান।

নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সঞ্জয় কুমার বণিক, অতি. সচিব সুরাইয়া পারভীন শেলী, শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশের সিনিয়র ভাইস চেয়ারম্যান আরিফুল আহসান, ভাইস চেয়ারম্যান গনেশ চন্দ্র সাহা ও শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এছাড়া বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রউফ, অতিরিক্ত সচিব সুব্রত শিকদার, বিএসটিএমপিআইএ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. জাহাংগীর কবীর, আব্দুস সালাম ভূঁইয়া এবং বিএসটিএমপিআইএ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পরিবেশবান্ধব সোনালী ব্যাগের বহুল ব্যবহারের উদ্যোগ নেয়া হবে : উপদেষ্টা

আপডেট সময় : ০৯:৫৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪

 

নৌ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, পরিবেশবান্ধব সোনালী ব্যাগের বহুল ব্যবহারের উদ্যোগ নেয়া হবে। এ বিষয়ে অন্যান্য মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে কার্যকর পদক্ষেপ গ্রহণের পদক্ষেপ নেওয়া হবে। নৌপরিবহন উপদেষ্টা দেশের রপ্তানি বাণিজ্য ও বন্দর কার্যক্রমে শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশের ভূমিকা তুলে ধরেন।

উপদেষ্টার সাথে নৌপরিবহন ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের সাথে শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশ এবং বিএসটিএমপিআইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাতকালে একথা বলেন।

উপদেষ্টা এম সাখাওয়াত দেশের টেক্সটাইল খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ও চিহ্নিত দিকগুলো নিয়ে কাজ করার আশ্বাস প্রদান করেন। এ খাতের বিকাশে বস্ত্র ও পাট উপদেষ্টা সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের বোর্ডে একজন শিপার্স প্রতিনিধি অন্তর্ভুক্তির বিষয়টি যৌক্তিক তা বিবেচনার জন্য ভারপ্রাপ্ত সচিবকে নির্দেশনা প্রদান করেন। এসময় দেশের রপ্তানি বাণিজ্য ও বন্দর কার্যক্রমে শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশের ভূমিকা তুলে ধরেন। চেয়ারম্যান রেজাউল করিম পাট থেকে তৈরি সোনালী ব্যাগের ভূয়সী প্রশংসা করেন।

রোববার (৮ সেপ্টেম্বর) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের সাথে বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল এন্ড পাওয়ারলুম ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের (বিএসটিএমপিআইএ) এবং শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশ সৌজন্য সাক্ষাত করেন।

সাক্ষাতে বিএসটিএমপিআইএ এর সভাপতি হামিদুল হক খোকন টেক্সটাইল শিল্পের বিকাশ ও আধুনিকায়নে বিনিয়োগ বৃদ্ধির জন্য তহবিল গঠনের নীতি প্রণয়নের বিষয় নিয়ে আলোচনা করেন। এক্ষেত্রে ব্যাংক সুদের হার কমানোর জন্য অর্থ মন্ত্রণালয়কে সুপারিশ করতে অনুরোধ জানান।

নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সঞ্জয় কুমার বণিক, অতি. সচিব সুরাইয়া পারভীন শেলী, শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশের সিনিয়র ভাইস চেয়ারম্যান আরিফুল আহসান, ভাইস চেয়ারম্যান গনেশ চন্দ্র সাহা ও শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এছাড়া বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রউফ, অতিরিক্ত সচিব সুব্রত শিকদার, বিএসটিএমপিআইএ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. জাহাংগীর কবীর, আব্দুস সালাম ভূঁইয়া এবং বিএসটিএমপিআইএ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।