ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
সংবাদ শিরোনাম ::
Logo পাইকগাছায় বেগম রোকেয়া দিবসে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান  Logo ভারতীয় গণমাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বলেছে বাংলাদেশ Logo অন্তর্বর্তী সকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত Logo আমলারা বহুরূপী হয়ে সামনে আসেন বলেন: ড. দেবপ্রিয় ভট্টাচার্য Logo ইইউ’র ভিসা সেন্টার দিল্লি থেকে ঢাকায় স্থানান্তরের অনুরোধ Logo ডিআরইউর সভাপতি, যুগ্ম সম্পাদক ও ইসি সদস্যকে ক্র্যাবের সংবর্ধনা Logo রাজনৈতিক পরিচয়ে ১৫ বছরে ৯০ হাজার পুলিশ নিয়োগ: ডিএমপি কমিশনার Logo বাণিজ্য বন্ধ করলে ভারত দুর্ভিক্ষ ঠেকাতে পারবে না: গয়েশ্বর Logo শেরপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত Logo ভান্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

বড়লেখার সুজানগরে আগরের রাজধানীতে শিল্পের দুঃসময়, প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকা 

নজরুল ইসলাম বড়লেখা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৫৫:০৪ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ ৬৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

মৌলভীবাজারের বড়লেখার আগরের রাজধানী সুজানগরে আগর শিল্পে দুর দিন চলছে। একদিকে কাঁচা মালের সংকট অন্যদিকে গ্যাসের বানিজ্যিক বিল করা হয়েছে। তাহা বাদ দিয়ে এ শিল্পকে বাচাতে দ্রুত চা শিল্পের ন্যায় বিল করার দাবি জানিয়েছেন বাংলাদেশ আগর এন্ড আতর ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন এর পক্ষ থেকে জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রনালয় সচিব বরাবরে আবেদন ও করেছেন।

বড়লেখা উপজেলার সুজানগর প্রায় ১ শত বছরের আগ থেকে আগত উৎপাদন ও আতর রপ্তানি করে আসছে
এ জন্য আগরের রাজধানী সুজানগরকে বলা হয়।

আগর আতর শিল্পের সাথে সুজানগর সহ বড়লেখা ও পার্শবর্তী জুড়ি কুলাউড়া সহ জেলার প্রায় ৭০ হাজারের অধিক লোকজনের কর্মসংস্হান রয়েছে। এ শিল্প থেকে তাদের জিবন জীবিকা নির্বাহ করছেন।

এ শিল্পের এখন দুর দিন চলছে কাঁচা মাল সংকট সহ বানিজ্যিক ভাবে গ্যাসের মূল্য গন ফুট ৩০ টাকা নেওয়া হচ্ছে। ২ বছর আগে ১৭ টাকা ছিলো।

একদিকে গ্যাসের বিল বৃদ্ধি অন্য দিকে শ্রমিকের মজুরি বৃদ্ধি হওয়ায় চরম বিপাকে পড়ছেন এ শিল্পের ব্যবসার সাথে জড়িতরা

কাচামাল হিসেবে তারকাঁটা মারা আগরের গাছ বিভিন্ন স্হান থেকে আনতে গেলে প্রশাসনের দ্বারা অনেক হয়রানির শিকার হন এমন অভিযোগ করেন ব্যবসয়ী রাজা মিয়া।

এছাড়া সরকার আগর শিল্পকে বাচাতে হলে সরকারী খাস খতিয়ান ভুক্ত ভুমি তাদের নামে বন্দোবস্ত ব্যবস্হা সহ আগর গাছ লাগানো সহ রক্ষনাবেক্ষন উদ্যোগ গ্রহণ করা জরুরি মনে করেন এ শিল্পের ব্যবসায়ী ইসলাম হোসেন।

কাঁচা মাল সংকট এ সংকট কাটাতে বড়লেখা, জুড়ি সহ জেলার বিভিন্ন ভিটে আগর গাছ রয়েছে তাহা একশনের ব্যবস্হা করে ব্যবসায়ীদের মধ্যে দেয়ার দাবি জানান বাংলাদেশ আগর এন্ড আতর ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কবির আহমদ চৌধুরী।

এ শিল্পকে বাঁচাতে গ্যাসের বিল চা শিল্পের ন্যায় করা, ব্যবসায়ীদের মধ্যে খাস জায়গা বন্দোবস্ত কাঁচা মাল আনা নেওয়ায় হয়রানি করা, কাঁচা মালের সংকট কাটাতে ভিটের গাছ একশনের সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট দ্রুত ব্যবস্হা করা দাবি ব্যবসায়ী সহ সবার।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখার সুজানগরে আগরের রাজধানীতে শিল্পের দুঃসময়, প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকা 

আপডেট সময় : ১০:৫৫:০৪ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

 

মৌলভীবাজারের বড়লেখার আগরের রাজধানী সুজানগরে আগর শিল্পে দুর দিন চলছে। একদিকে কাঁচা মালের সংকট অন্যদিকে গ্যাসের বানিজ্যিক বিল করা হয়েছে। তাহা বাদ দিয়ে এ শিল্পকে বাচাতে দ্রুত চা শিল্পের ন্যায় বিল করার দাবি জানিয়েছেন বাংলাদেশ আগর এন্ড আতর ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন এর পক্ষ থেকে জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রনালয় সচিব বরাবরে আবেদন ও করেছেন।

বড়লেখা উপজেলার সুজানগর প্রায় ১ শত বছরের আগ থেকে আগত উৎপাদন ও আতর রপ্তানি করে আসছে
এ জন্য আগরের রাজধানী সুজানগরকে বলা হয়।

আগর আতর শিল্পের সাথে সুজানগর সহ বড়লেখা ও পার্শবর্তী জুড়ি কুলাউড়া সহ জেলার প্রায় ৭০ হাজারের অধিক লোকজনের কর্মসংস্হান রয়েছে। এ শিল্প থেকে তাদের জিবন জীবিকা নির্বাহ করছেন।

এ শিল্পের এখন দুর দিন চলছে কাঁচা মাল সংকট সহ বানিজ্যিক ভাবে গ্যাসের মূল্য গন ফুট ৩০ টাকা নেওয়া হচ্ছে। ২ বছর আগে ১৭ টাকা ছিলো।

একদিকে গ্যাসের বিল বৃদ্ধি অন্য দিকে শ্রমিকের মজুরি বৃদ্ধি হওয়ায় চরম বিপাকে পড়ছেন এ শিল্পের ব্যবসার সাথে জড়িতরা

কাচামাল হিসেবে তারকাঁটা মারা আগরের গাছ বিভিন্ন স্হান থেকে আনতে গেলে প্রশাসনের দ্বারা অনেক হয়রানির শিকার হন এমন অভিযোগ করেন ব্যবসয়ী রাজা মিয়া।

এছাড়া সরকার আগর শিল্পকে বাচাতে হলে সরকারী খাস খতিয়ান ভুক্ত ভুমি তাদের নামে বন্দোবস্ত ব্যবস্হা সহ আগর গাছ লাগানো সহ রক্ষনাবেক্ষন উদ্যোগ গ্রহণ করা জরুরি মনে করেন এ শিল্পের ব্যবসায়ী ইসলাম হোসেন।

কাঁচা মাল সংকট এ সংকট কাটাতে বড়লেখা, জুড়ি সহ জেলার বিভিন্ন ভিটে আগর গাছ রয়েছে তাহা একশনের ব্যবস্হা করে ব্যবসায়ীদের মধ্যে দেয়ার দাবি জানান বাংলাদেশ আগর এন্ড আতর ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কবির আহমদ চৌধুরী।

এ শিল্পকে বাঁচাতে গ্যাসের বিল চা শিল্পের ন্যায় করা, ব্যবসায়ীদের মধ্যে খাস জায়গা বন্দোবস্ত কাঁচা মাল আনা নেওয়ায় হয়রানি করা, কাঁচা মালের সংকট কাটাতে ভিটের গাছ একশনের সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট দ্রুত ব্যবস্হা করা দাবি ব্যবসায়ী সহ সবার।