বাংলাদেশে জঙ্গিবাদের উত্থানের আশঙ্কা নেই : র্যাব ডিজি
- আপডেট সময় : ০৪:৩৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪ ১৯৩ বার পড়া হয়েছে
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন র্যাবের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ
বাংলাদেশে আর কখনও জঙ্গিবাদের উত্থান হবে না বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ।
সোমবার (১ জুলাই) গুলশানে দীপ্ত শপথ ভাস্কর্যে হোলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
হারুন অর রশিদ বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর জোরালো অভিযানে এখন আর আগের মতো জঙ্গি তৎপরতার তথ্য নেই। জঙ্গিবাদ এখন অনেকটাই নিয়ন্ত্রণে। বাংলাদেশ বিশ্বের মধ্যে এখন নিরাপদ একটি দেশ। বাংলাদেশে আর কখনও জঙ্গিবাদের উত্থান হবে না।
জঙ্গি নির্মূলে বাংলাদেশ কতটুকু সফল জানতে চাইলে র্যাব ডিজি বলেন, ২০১৬ সালের এই দিনে গুলশানের হোলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলা হয়েছিল। সে ঘটনায় বিদেশি নাগরিকসহ পুলিশের দুই কর্মকর্তা নিহত হয়। পরবর্তীতে র্যাব ও পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অনেক জঙ্গি আস্তানা ধ্বংস করতে সক্ষম হয়। অনেক জঙ্গিকে আটক করে হয়।
জঙ্গি দমনে র্যাবের সফলতা নিয়ে তিনি বলেন, র্যাব শুরু থেকেই জঙ্গিবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে কাজ করে আসছে। জঙ্গিবাদের বিষয়ে র্যাবের নজরদারি রয়েছে। র্যাব এখন একটি আধুনিক এবং পেশাদার বাহিনী। ভবিষ্যতে এ দেশে জঙ্গিবাদ ও উগ্রবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। র্যাবের সেই সক্ষমতা আছে।