বাংলাদেশে হজের ব্যয় কমলো ১ লাখ টাকা
- আপডেট সময় : ০৫:১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ ৩৮ বার পড়া হয়েছে
২০২৫ সালে সরকারিভাবে হজের ব্যয় কমলো এক লাখ টাকা। গতবারের চেয়ে সরকারি সাধারণ প্যাকেজে খরচ কমিয়ে দুটি প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রক। এর মধ্যে সাধারণ প্যাকেজ-১ এর সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা। আর যারা সাধারণ প্যাকেজ-২ নেবেন, তাদের দিতে হবে সর্বনিম্ন ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। ২০২৪ সালে সরকারিভাবে হজে যেতে সাধারণ প্যাকেজে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা খরচ হয়েছিল। সেই হিসেবে এবার সাধারণ প্যাকেজে খরচ কমছে ১ লাখ ৫৯৮ টাকা।
বুধবার ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন নির্বাহী কমিটির সভা শেষে সাংবাদিকদের নিয়ে হজ প্যাকেজ-২০২৫ ঘোষণা করেন। ২০২৪ সালে বিশেষ হজ প্যাকেজের খরচ ছিল ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা। আগামী বছর সরকারিভাবে বিশেষ প্যাকেজ থাকছে না। অতিরিক্ত অর্থ দিয়ে মক্কা ও মদিনার বাড়ি বা হোটেলে ২, ৩ ও ৪ সিটের রুম এবং শর্ট প্যাকেজের সুবিধা গ্রহণ করা যাবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সাধারণ হজ প্যাকেজ-১ মক্কায় হারাম শরীফের বহিঃচত্বর থেকে ৩ কিলোমিটারের মধ্যে আবাসন এবং সেখান থেকে হারাম শরীফে যাতায়াতে বাসের ব্যবস্থা।
মদিনায় মসজিদে নববী থেকে সর্বোচ্চ দেড় কিলোমিটারের মধ্যে আবাসন। মিনায় গ্রিন জোনে (জোন-৫) তাঁবুর অবস্থান এবং মিনা-আরাফায় ডি ক্যাটাগরির সার্ভিস সুবিধা। মক্কার হোটেল বা বাড়ি থেকে বাসে করে মিনার তাঁবুতে এবং মিনা-আরাফাহ-মুযদালিফা-মিনায় ট্রেনে করে যাতায়াতের ব্যবস্থা। মিনা এবং আরাফায় খাবার পরিবেশনের দায়িত্ব নেবেন মোয়াল্লেম। অ্যাটাচড বাথসহ মক্কা ও মদিনায় বাড়ি বা হোটেলের প্রতি রুমে সর্বোচ্চ ৬ জনের আবাসন। বাড়ি বা হোটেল কক্ষে রেফ্রিজারেটরের ব্যবস্থা।
মক্কা, মদিনা ও জেদ্দায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিনামূল্যে ওষুধ ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান। ৪৬ জন হজযাত্রীর জন্য ১ জন হজ গাইডের ব্যবস্থা। প্যাকেজের সঙ্গে প্রত্যেক হজযাত্রীকে খাবার বাবদ ন্যূনতম ৪০ হাজার টাকার সমপরিমাণ সৌদি রিয়াল এবং কোরবানি বাবদ ৭৫০ সৌদি রিয়াল আবশ্যিকভাবে সঙ্গে নিতে হবে। সরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ-২ এর মধ্যে মক্কায় হারাম শরীফের বহিঃচত্বর থেকে দেড় কিলোমিটারের মধ্যে আবাসন, মদিনায় মার্কাজিয়া (সেন্ট্রাল এরিয়া) এলাকায় আবাসন, মিনায় ইয়োলো জোনে (জোন-২) তাঁবুর অবস্থান থাকবে। এই প্যাকেজে তুলনামূলক সুবিধাজনক হওয়ায় প্যাকেজ-১ এর তুলনায় খরচ বেশি। ২০২৫ সালে বেসরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা, যা গতবারের চেয়ে ১ লাখ ৬ হাজার ৬৪৪ টাকা কম।
বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ প্যাকেজে ৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা এবং বিশেষ প্যাকেজে ৬ লাখ ৯৯ হাজার ৩০০ টাকা খরচ হয়েছিল। সরকারি মাধ্যমে বিশেষ হজ প্যাকেজ ঘোষণা না করা হলেও বেসরকারি মাধ্যমে এজেন্সিগুলোর জন্য বিশেষ একটি হজ প্যাকেজ ঘোষণার সুযোগ রেখেছে মন্ত্রক। হজের খরচ বেড়ে যাওয়ায় চলতি বছর হজ কোটার প্রায় ৩৫ শতাংশ পূরণ করতে পারেনি বাংলাদেশ। ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটা থাকলেও বাংলাদেশ থেকে মোট হজযাত্রী ছিল ৮৫ হাজার ২৫৭ জন। ২০২৫ সালের জন্যও একই সংখ্যক কোটা পেয়েছে বাংলাদেশ। এবার যাতে কোটা পূরণ হয়, সেজন্য আগে থেকেই বিমানভাড়া কমিয়ে হজ প্যাকেজের খরচ কমানোর দাবি জানি আসছিলেন হজ যাত্রী ও এজেন্সি মালিকরা।