ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

আজ পবিত্র আশুরা

বাড়তি নিরাপত্তায় হোসেনি দালান

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৩৫:১১ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫ ৭৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে আজ রোববার সারা দেশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র আশুরা পালন করা হবে। পবিত্র আশুরা-১৪৪৭ হিজরি উদযাপন উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ রোববার দেড়টায় (বাদ যোহর) বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট মহিলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা মো. মুজির উদ্দিন। এতে সভাপতিত্ব করবেন দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ ।
বিশ্ব মুসলিমের কাছে সবচেয়ে স্মরণীয় ও হৃদয়বিদারক দিন পবিত্র আশুরা। আজ রোববার পুরান ঢাকার ইমামবাড়া থেকে বের হবে তাজিয়া মিছিল। এ মিছিলে অংশ নিবেন সিয়া সম্প্রদায়ের প্রায় ১০ হাজার সদস্য। তবে এর আগে থেকেই পুরান ঢাকার হোসেনি দালান, ইমামবাড়ায় আসতে শুরু করেছেন দর্শনার্থীরা। হোসেনী দালান ঘিরে রাস্তার পাশে পশরা সাজিয়ে বসেছে মেলা। এবারের আয়োজনে খুশি তারা। আর তাজিয়া মিছিলসহ অন্যান্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে হোসেনি দালান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
তাজিয়া মিছিল ঘিরে হোসেনী দালান, ইমামবাড়াসহ তার আশপাশে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। সতর্কাবস্থায় রাখা হয়েছে আইন শৃংখলা বাহিনীর প্রায় দুই হাজার সদস্য। অনাকাঙ্খিত ঘটনা এড়াতে যৌথবাহিনী পুলিশ র‌্যাব এবং বিজিবি সব ধরনের প্রস্তুতি রেখেছে। কাল রোববার সকালে তাজিয়া মিছিল শুরু হবে।
বিশ্ব মুসলিমের কাছে সবচেয়ে স্মরণীয় ও হৃদয়বিদারক একটি দিন পবিত্র আশুরা। ৬১ হিজরির এই দিনেই ইমাম হুসাইন মাত্র ৭২ জন সহযোগী নিয়ে এজিদের ২২ হাজার সৈন্যের এক বিশাল বাহিনীর বিরুদ্ধে শাহাদতবরণ করেন। এর মধ্য দিয়ে সত্য ও ন্যায়ের এক মহান আদর্শ স্থাপন করে গেছেন তিনি। পৃথিবীর ইতিহাসে অন্যতম নির্মম ঘটনার সাক্ষীও আশুরা।
বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশেও আশুরার দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। রোববার সকালে তাজিয়া মিছিল শুরু হবে। তবে এর আগে থেকেই পুরান ঢাকার হোসেনি দালান, ইমাম বাড়ায় আসতে শুরু করেছেন দর্শনার্থীরা, বাড়ছে ভিড়। নামাজ, জিয়ারতসহ ধর্মীয় কর্ম সম্পাদনও করতে দেখা যায় তাদের। দর্শনার্থীরা জানান, সেখানকার পরিবেশ অনেক সুন্দর এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতাও রয়েছে সার্বক্ষণিক। এসময় তারা ইমাম হুসাইন ও তার পরিবারকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন বলেও জানান।
এবারের পবিত্র আশুরা উপলক্ষে ঢাকায় শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলসহ অন্যান্য কর্মসূচির নিরাপত্তায় ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি থেকে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এতে খুশি দর্শনার্থীরা। পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়ায় শিয়া সম্প্রদায়ের ১০ মহররমের তাজিয়া মিছিলসহ অন্যান্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানায় হোসেনি দালান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। হোসেনি দালান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফারহান হোসাইন বলেন, আজ (গতকাল) রাতে আমাদের একটা মিছিল আছে, পর দিন (আজ) সকাল ১০টায় আশুরার মিছিল।
এদিকে আশুরা উপলক্ষে ঢাকায় অনুষ্ঠেয় তাজিয়া মিছিলে যেকোনো ধরনের ধারালো অস্ত্র, লাঠি, আতশবাজি বা পটকা বহন ও ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আজ পবিত্র আশুরা

বাড়তি নিরাপত্তায় হোসেনি দালান

আপডেট সময় : ১০:৩৫:১১ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে আজ রোববার সারা দেশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র আশুরা পালন করা হবে। পবিত্র আশুরা-১৪৪৭ হিজরি উদযাপন উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ রোববার দেড়টায় (বাদ যোহর) বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট মহিলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা মো. মুজির উদ্দিন। এতে সভাপতিত্ব করবেন দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ ।
বিশ্ব মুসলিমের কাছে সবচেয়ে স্মরণীয় ও হৃদয়বিদারক দিন পবিত্র আশুরা। আজ রোববার পুরান ঢাকার ইমামবাড়া থেকে বের হবে তাজিয়া মিছিল। এ মিছিলে অংশ নিবেন সিয়া সম্প্রদায়ের প্রায় ১০ হাজার সদস্য। তবে এর আগে থেকেই পুরান ঢাকার হোসেনি দালান, ইমামবাড়ায় আসতে শুরু করেছেন দর্শনার্থীরা। হোসেনী দালান ঘিরে রাস্তার পাশে পশরা সাজিয়ে বসেছে মেলা। এবারের আয়োজনে খুশি তারা। আর তাজিয়া মিছিলসহ অন্যান্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে হোসেনি দালান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
তাজিয়া মিছিল ঘিরে হোসেনী দালান, ইমামবাড়াসহ তার আশপাশে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। সতর্কাবস্থায় রাখা হয়েছে আইন শৃংখলা বাহিনীর প্রায় দুই হাজার সদস্য। অনাকাঙ্খিত ঘটনা এড়াতে যৌথবাহিনী পুলিশ র‌্যাব এবং বিজিবি সব ধরনের প্রস্তুতি রেখেছে। কাল রোববার সকালে তাজিয়া মিছিল শুরু হবে।
বিশ্ব মুসলিমের কাছে সবচেয়ে স্মরণীয় ও হৃদয়বিদারক একটি দিন পবিত্র আশুরা। ৬১ হিজরির এই দিনেই ইমাম হুসাইন মাত্র ৭২ জন সহযোগী নিয়ে এজিদের ২২ হাজার সৈন্যের এক বিশাল বাহিনীর বিরুদ্ধে শাহাদতবরণ করেন। এর মধ্য দিয়ে সত্য ও ন্যায়ের এক মহান আদর্শ স্থাপন করে গেছেন তিনি। পৃথিবীর ইতিহাসে অন্যতম নির্মম ঘটনার সাক্ষীও আশুরা।
বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশেও আশুরার দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। রোববার সকালে তাজিয়া মিছিল শুরু হবে। তবে এর আগে থেকেই পুরান ঢাকার হোসেনি দালান, ইমাম বাড়ায় আসতে শুরু করেছেন দর্শনার্থীরা, বাড়ছে ভিড়। নামাজ, জিয়ারতসহ ধর্মীয় কর্ম সম্পাদনও করতে দেখা যায় তাদের। দর্শনার্থীরা জানান, সেখানকার পরিবেশ অনেক সুন্দর এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতাও রয়েছে সার্বক্ষণিক। এসময় তারা ইমাম হুসাইন ও তার পরিবারকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন বলেও জানান।
এবারের পবিত্র আশুরা উপলক্ষে ঢাকায় শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলসহ অন্যান্য কর্মসূচির নিরাপত্তায় ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি থেকে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এতে খুশি দর্শনার্থীরা। পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়ায় শিয়া সম্প্রদায়ের ১০ মহররমের তাজিয়া মিছিলসহ অন্যান্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানায় হোসেনি দালান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। হোসেনি দালান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফারহান হোসাইন বলেন, আজ (গতকাল) রাতে আমাদের একটা মিছিল আছে, পর দিন (আজ) সকাল ১০টায় আশুরার মিছিল।
এদিকে আশুরা উপলক্ষে ঢাকায় অনুষ্ঠেয় তাজিয়া মিছিলে যেকোনো ধরনের ধারালো অস্ত্র, লাঠি, আতশবাজি বা পটকা বহন ও ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।