সংবাদ শিরোনাম ::
মহাসড়কে বাস-ট্রাস সংঘর্ষে মৃত ৪
গণমুক্তি ডিজিটাল ডেস্ক
- আপডেট সময় : ০১:৪৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ ৭২ বার পড়া হয়েছে
মৃত্যুর উপত্যকা টাঙ্গাইল মহাসড়ক। হরহামেশাই মহাসড়কে ঝরছে প্রাণ। টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে জানজট এবং দুর্ঘটনা প্রায় নিত্য ঘটনা।
টাঙ্গাইলের কালিহাতীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার মধ্যরাতে মহাসড়কের কালিহাতী লিংক রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নান্নু খান বলেন, রাত সাড়ে ১২টার দিকে জামালপুরগামী একটি বাস কালিহাতী লিংক রোড অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ফার্নিচারভর্তি ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
তিনি বলেন, বাস-ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।