ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
সংবাদ শিরোনাম ::

শহীদদের তালিকায় ৮০০ জনের নাম

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ০৭:৫৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪ ৪১ বার পড়া হয়েছে

নাহিদ ইসলাম : ফাইল ছবি

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনে শহীদ হয়েছেন ৮০০ জন। শহীদ নামের যে তালিকা করা হয়েছে, তাতে স্থান পেয়েছে আটশ’ শহীদের নাম। বুধবার (৪ সেপ্টেম্বর) মিরপুরে ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত কলেজশিক্ষার্থী আহনাফের বাসায় গিয়ে পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

নাহিদ বলেন, শহীদদের দেশ মনে রাখবে। নাম না জানা অনেক ছাত্র-জনতা এ আন্দোলনে শহীদ হয়েছেন। তাদের তালিকা করা হচ্ছে। এখনও পর্যন্ত ৮০০ জনের নাম পাওয়া গেছে।

তিনি বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করতে হয়েছে। গণঅভ্যুত্থানে ছাত্ররা যেভাবে রাস্তায় নেমে এসেছিল, তাদের আত্মত্যাগের ফলে আজ আমরা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি।

নাহিদ আরও বলেন, খুব শিগগিরই সব শহীদ পরিবারের সদস্যদের নিয়ে একটি স্মরণসভা করা হবে। সেখানে আপনাদের উপস্থিতি কাম্য। শহীদদের জন্যই আমরা বেঁচে আছি। স্বাধীনভাবে প্রাণ খুলে কথা বলতে পারছি।

এ সময় তথ্য উপদেষ্টা শহীদ আহনাফের ছোট ভাইয়ের পড়াশোনার খোঁজ-খবর নেন। যে কোনো সময়, যে কোনো প্রয়োজনে পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন। এ সময় বাসায় আহনাফের মা, বাবা, দুই ভাই ও খালা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, শফিক উদ্দিন আহমেদ আহনাফ (১৭) রাজধানীর বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট মিরপুরে এ পুলিশের গুলিতে প্রাণ হারান তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শহীদদের তালিকায় ৮০০ জনের নাম

আপডেট সময় : ০৭:৫৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪

 

সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনে শহীদ হয়েছেন ৮০০ জন। শহীদ নামের যে তালিকা করা হয়েছে, তাতে স্থান পেয়েছে আটশ’ শহীদের নাম। বুধবার (৪ সেপ্টেম্বর) মিরপুরে ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত কলেজশিক্ষার্থী আহনাফের বাসায় গিয়ে পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

নাহিদ বলেন, শহীদদের দেশ মনে রাখবে। নাম না জানা অনেক ছাত্র-জনতা এ আন্দোলনে শহীদ হয়েছেন। তাদের তালিকা করা হচ্ছে। এখনও পর্যন্ত ৮০০ জনের নাম পাওয়া গেছে।

তিনি বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করতে হয়েছে। গণঅভ্যুত্থানে ছাত্ররা যেভাবে রাস্তায় নেমে এসেছিল, তাদের আত্মত্যাগের ফলে আজ আমরা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি।

নাহিদ আরও বলেন, খুব শিগগিরই সব শহীদ পরিবারের সদস্যদের নিয়ে একটি স্মরণসভা করা হবে। সেখানে আপনাদের উপস্থিতি কাম্য। শহীদদের জন্যই আমরা বেঁচে আছি। স্বাধীনভাবে প্রাণ খুলে কথা বলতে পারছি।

এ সময় তথ্য উপদেষ্টা শহীদ আহনাফের ছোট ভাইয়ের পড়াশোনার খোঁজ-খবর নেন। যে কোনো সময়, যে কোনো প্রয়োজনে পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন। এ সময় বাসায় আহনাফের মা, বাবা, দুই ভাই ও খালা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, শফিক উদ্দিন আহমেদ আহনাফ (১৭) রাজধানীর বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট মিরপুরে এ পুলিশের গুলিতে প্রাণ হারান তিনি।