সংবাদ শিরোনাম ::
রমজানে অফিস সময় ৯টা থেকে সাড়ে ৩টা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:১৮:৫০ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪ ২৪৬ বার পড়া হয়েছে
পবিত্র রমজান মাসে রমজানে অফিস সময় সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। জোহরের নামাজের বিরতি বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত। বুধবার (২৮ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্ব অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সময়সূচি নির্ধারণ হয়েছে। সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের বিষয়টি অবহিত করেন।
এ সময় মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সকাল ৯টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত চলবে।
সচিব মাহবুব হোসেন বলেন, পবিত্র রমজান মাসে ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান এবং জরুরি সেবা সংশ্লিষ্ট অফিস চলবে নিজেদের বিধি অনুযায়ী।