শিল্পকলা একাডেমির ৩৫ কর্মকর্তা-শিল্পীদের বুনিয়াদী প্রশিক্ষণ
- আপডেট সময় : ১২:১৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪ ১৭৭ বার পড়া হয়েছে
বাংলাদেশে শিল্পকলা একাডেমীর কর্মীদের দক্ষতা বাড়লে ৩৫ জন কর্মকর্তা ও শিল্পীদের নিয়ে বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। ১৮ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ২০ দিনের কোর্সের প্রশিক্ষক হিসাবেঅংশ নেন বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং বিশেষজ্ঞ প্রশিক্ষক।
প্রশিক্ষণে একাডেমির আইন, প্রবিধানমালা, সচিবালয় নির্দেশনা, নথি ব্যবস্থাপনা, ই-গর্ভানেন্স, সরকারি ক্রয় ব্যবস্থাপনা, ব্যয় নিয়ন্ত্রণ, বাজেট প্রস্তুতি, দুদক আইন ও প্রতিরোধ, প্রজেক্ট এপ্রাইজাল এন্ড ফিজিবিলিটি, ডি-নথি, প্রকল্প ব্যবস্থাপনা, ডিপিপি, সিটিজেন চার্টার অভিযোগ ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে অংশ নেন জেলা কালচারাল অফিসার ১০ জন, জনসংযোগ কর্মকর্তা, ৩ জন ইন্সট্রাক্টর, ৪জন কন্ঠশিল্পী, নৃত্য শিল্পী ৫ ও ৭জন যন্ত্রশিল্পী। এছাড়া ৩ জন সহকারী পরিচালক, সেট ডিজাইনার ও লাইট ডিজাইনার প্রশিক্ষণ গ্রহণ করেন।
একাডেমির কর্মকর্তা ও শিল্পীদের দক্ষতা বাড়াতে প্রায় ২০ দিনের এ প্রশিক্ষণ শেষে সনদ প্রদান করেছেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এসময় উপস্থিত ছিলেন একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ।